জুলাই ২১, ১৯৭৩ শনিবার ঃ দৈনিক বাংলা
লাকী পারচেজ অনুষ্ঠানে তাজউদ্দিন; বাংলাদেশে পাট গবেষণা কেন্দ্র স্থাপিত হবে : নারায়ণগঞ্জ, ২০ জুলাই (এনা)। অর্থ ও পাটমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ জাতির বৃহত্তর স্বার্থে বিভিন্ন বন্দর এবং পাট ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট কর্মীদের যথাযথভাবে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানান। বৈদেশিক সাহায্যে বাংলাদেশ ও ভারত এখানে একটি পাট চাষ এবং পাটজাত দ্রবাদি গবেষণা কেন্দ্র স্থাপন করবে বলে তিনি জানান। দিল্লীতে বাংলাদেশ-ভারত পাট রফতানি কর্পোরেশনের সদর দফতর স্থাপন করা হচ্ছে বলে কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় যে অভিযােগ করা হয়েছে সে অভিযােগ খণ্ডন করে তিনি বলেন যে, উভয় দেশের যৌথ পরিকল্পনায় এ সিদ্ধান্ত নেয়া হয় যে, পাট গবেষণা কেন্দ্র হবে বাংলাদেশে আর কর্পোরেশনের অফিস থাকবে দিল্লীতে। গতকাল শুক্রবার বাংলাদেশ জুট ট্রেডিং কর্পোরেশনের লাকী পারচেজ পাট ক্রয় কেন্দ্রে পাট ক্রয় অনুষ্ঠানে উদ্বোধনকালে তিনি বলেন যে, পাট গবেষণা কেন্দ্র স্থাপনে ব্যয় হবে চার কোটি টাকা। এ যৌথ পরিকল্পনা কার্যকর করতে মােট ব্যয়। হবে আট কোটি টাকা। পশ্চিম জার্মানী ও যুক্তরাজ্যের মত কয়েকটি পশ্চিমী দেশ। এ উদ্দেশ্যে সাহায্য দেবে। জনাব তাজউদ্দিন বলেন যে, বন্দরসহ বিভিন্ন স্থানে শ্রমিকদের অবহেলার কারণে গত বছর পাট রফতানি ব্যাহত হয়েছে। পাট রফতানি থেকে অধিকাংশ বৈদেশিক মুদ্রা আয় হয়ে থাকে। অথচ সরকার বিভিন্ন দেশের জাহাজ চলাচল প্রতিষ্ঠানের সাথে যােগাযােগ করে জাহাজ ব্যবস্থা করা। সত্ত্বেও শ্রমিক অসন্তোষের জন্য পাট রফতানি করা সম্ভব হয়নি। পাট চাষিরা যাতে নায্যমূল্য পায় সে জন্য গ্রামাঞ্চলে চাষিদের কাছ থেকে পাট কেনাই সরকারের নীতি।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি