You dont have javascript enabled! Please enable it!

জুলাই ১৭, ১৯৭৩ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা

ব্যবহারিক শিক্ষার ওপর তাজউদ্দিনের গুরুত্ব আরােপ ঃ পাট ও অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ছাত্রদের পুঁথিগত শিক্ষার চাইতে ব্যবহারিক শিক্ষাদানের ওপর অধিকতর গুরুত্ব আরােপ করেন। বাস্তব প্রয়ােগের মাধ্যমে সুস্পষ্ট ফল লাভ করা গেলে জ্ঞান অর্থহীন হয়ে পড়বে। গতকাল সােমবার বাসস পরিবেশিত খবরে বলা হয় যে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নয়া কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। জনাব তাজউদ্দিন আহমদ ছাত্রদের বাস্তবকে নিজেদের দৃষ্টি ও কল্পনায় রেখে অগ্রগতির পথে এগিয়ে চলতে বলেন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর কোন দাবি ও তাও পূরণ করা গােটা জাতির অর্থনৈতিক তৎপরতার ওপর নির্ভরশীল-এ কথা তিনি তাদের স্মরণ করিয়ে দেন। পাকিস্তানী আমলে আমাদের দাবি ও বঞ্চনা তুলে ধরা হয়েছিল, কিন্তু স্বাধীনতা লাভের পর দাবি পূরণের ভার গােটা জাতির ওপরই বর্তেছে। এখন আমাদের চাওয়া ও পাওয়ার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। এ বাস্তবতা আমাদের মনে রাখতে হবে বলে তিনি জানান। গ্রাম আমাদের জাতীয় অর্থনীতির ভিত্তি, কাজেই গ্রামের কথা ছাত্ররা ভুলে যেতে পারে না। তিনি বলেন যে, আমাদের দেশের ছাত্ররা বাস্তবতা বােধ প্রদর্শন ও সমাজের কল্যাণে তাদের অবদান যে তাদের পূর্বপুরুষদের চাইতে বেশি সেটা দেখিয়ে দেবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!