You dont have javascript enabled! Please enable it! 1973.06.26 | দৈনিক বাংলা-সংসদের ৮৫ কোটি ৭১ লক্ষ ১৬ হাজার টাকার অগ্রীম বরাদ্দ অনুমােদন - সংগ্রামের নোটবুক

জুন ২৬, ১৯৭৩ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা

সংসদের ৮৫ কোটি ৭১ লক্ষ ১৬ হাজার টাকার অগ্রীম বরাদ্দ অনুমােদন ঃ অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ অগ্রিম বরাদ্দের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন। পাবর্ত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত নির্দলীয় সদস্য শ্রী মানবেন্দ্র লারমা মােট ৪৯টি দাবির ওপর ছাঁটাই প্রস্তাব আনেন। তাছাড়া একটি বৈধতার প্রশ্ন তুলে তিনি বলেন, অর্থমন্ত্রীর প্রস্তাবটি বিধিগতভাবে উপস্থিত হয়নি। জবাবে অর্থমন্ত্রী ভারতীয় লােকসভা ও বৃটিশ পার্লামেন্টের দৃষ্টান্ত দিয়ে বলেন, এই ধরনের পরিস্থিতিতে অগ্রিম বরাদ্দ অনুমােদন করা একটি রেওয়াজে (কনভেনশন) পরিণত হয়েছে। এ ব্যাপারে আপত্তি করার কিছু নেই। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ বলেন, সরকারের একান্ত ইচ্ছা যে, বাজেটটি সংসদে ভালভাবে আলােচিত হােক। এরই জন্যে বাজেট আলােচনায় পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে। তিনি বলেন, ইচ্ছে করলে ৩০ জুনের মধ্যে আমরা বাজেট পাস করিয়ে নিতে পারতাম। কিন্তু এর ওপর আলােচনায় সদস্যদের সুযােগ দানের জন্যেই ১৩ জুলাই পর্যন্ত আলােচনা অব্যাহত রাখা হচ্ছে। শ্রী লারমার ছাঁটাই প্রস্তাবগুলি আপাততঃ উত্থাপন না করার অনুরােধ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাজেটের বাকি অংশ অনুমােদনের সময় এগুলি উত্থাপনের সুযােগ তার রয়েছে এবং এর ওপর আলােচনাও তিনি করতে পারবেন। এই অগ্রিম ব্যয় বরাদ্দ অনুমমানের জন্য তিনি সকলের প্রতি সহযােগিতার আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি