You dont have javascript enabled! Please enable it! 1973.06.16 | দৈনিক পূর্বদেশ-সর্বক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ও মিতব্যয়িতার উপর অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভরশীল - সংগ্রামের নোটবুক

জুন ১৬, ১৯৭৩ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ

সর্বক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ও মিতব্যয়িতার উপর অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভরশীলঃ ঢাকা, ১৫ জুন (বাসস)। আগামী অর্থ বছরের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়ােজনীয় ৩৫২ কোটি টাকার বৈদেশিক সাহায্য পাওয়া যাবে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ সংবাদপত্র ও বার্তা সংস্থাগুলাের সম্পাদকদের সাথে ঘরােয়া আলােচনাকালে এই আশা প্রকাশ করেন। তিনি বলেন যে, এর অংশবিশেষ সম্পর্কে ইতােমধ্যে সুস্পষ্ট প্রতিশ্রুতি পাওয়া গেছে; বাদবাকি অংশ সম্পর্কে আলােচনা চলছে। আগামী বছরের উন্নয়ন কর্মসূচিতে ৫২৫ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয় হবে। রেশনে সরবরাহকৃত খাদ্য শস্যের ক্ষেত্রে সরকারী সাহায্য বা সাবসিডির পরিমাণ হ্রাস করার প্রস্তাব সম্পর্কে তিনি বলেন যে, এতে মুষ্টিমেয় লােক ক্ষতিগ্রস্ত হবে। জনাব তাজউদ্দিন বলেন, আগামী অর্থ বছরের রাজস্ব বাজেটে যে ১০০ কোটি ৭৬ লাখ টাকা উদ্বৃত্ত হবে সেটাও উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করা হবে। এই উদ্বৃত্তের মধ্যে ৭৯ কোটি ২ লাখ টাকা হচ্ছে রাজস্ব খাতের উদ্বৃত্ত এবং ২১ কোটি ৭৪ লাখ টাকা হচ্ছে মূলধন খাতের আয়। অর্থমন্ত্রী বলেন যে, উন্নয়ন বাজেটে ঘাটতি দাঁড়াবে ১৮ কোটি ৬০ লাখ টাকা। এটা ব্যাংকের ঋণের মাধ্যমে ও রাজস্ব আদায় সংস্থার উন্নয়ন মারফত পূরণ করা হবে। তিনি আগামী বছরের বাজেটকে উন্নয়নমুখী বলে আখ্যায়িত করে দেশের অর্থনীতিকে স্বয়ম্ভর করার আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অংশত বৈদেশিক সাহায্য ও আংশিকভাবে আমাদের নিজস্ব সম্পদ অর্থাৎ রফতানি খাতের আয় ও শুল্কের মাধ্যমে ৫শ’ কোটি টাকা মূল্যের আমদানি দ্রব্যের অর্থ যােগাননা হবে।

তিনি বলেন, ভােগ্যপণ্য ছাড়াও উন্নয়ন কাজের সামগ্রী ও কাঁচামাল আমদানি করা হইবে। ব্যাংকের ঋণ এক প্রশ্নের জবাবে জনাব তাজউদ্দিন বলেন যে, এখন ব্যাংকসমূহ প্রদত্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৬ কোটি ৬০ লাখ টাকা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামরিক খাতে ব্যয় যে সামান্য বৃদ্ধি করা হয়েছে তার অর্থ এই নয় যে, সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। কেরানিসহ প্রতিরক্ষা দফতরের সকল শ্রেণীর কর্মচারির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যে সব লােক পাকিস্তানে আটক আছে তাদের পরিবার পরিজনের ভরণ পােষণের জন্য টাকা রাখতে হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, ট্যাক্স ধার্যের সকল সূত্র যথাযথভাবে পরীক্ষার পর এ সম্পর্কে প্রস্তাব করা হয়েছে। রেশনে চাল-গমের দাম বৃদ্ধি প্রসঙ্গঃ জনাব তাজউদ্দিন বলেন যে, বিশ্ব বাজারে চাল ও গমের দাম বেড়ে যাওয়ায় আগামী ১ জুলাই থেকে সরকার কর্তৃক সরবরাহকৃত খাদ্য শস্যের দাম বাড়ানাে হবে। এ সত্ত্বেও সরকারকে প্রতিমণ চাল বাবদ ১২ টাকা ও গম বাবদ ১৫ টাকা সাবসিডি দিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, সাড়ে সাত কোটি লােকের মধ্যে কেবলমাত্র ৪০ লাখ লােককে রেশনের চাল-গমের জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে। তিনি বলেন যে, ৭২-৭৩ সালে সরকার খাদ্য শস্য বাবদ ৬৮ কোটি ৭৭ লাখ টাকা সাবসিডি দেন। সাবসিডি হ্রাসের ফলে আগামী বছর এর পরিমাণ দাঁড়াবে ৩০ কোটি টাকার মত। তিনি বলেন যে, বর্তমানে বিদেশ থেকে টন প্রতি ২৫৪ ডলার দামে চাল আমদানি করতে হচ্ছে। দেশের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা পর্যালােচনা করে অর্থমন্ত্রী বলেন, জাতীয় জীবনের সর্বক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি এবং মিতব্যয়ের ওপর আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভরশীল। এছাড়া স্বনির্ভর সমাজতান্ত্রিক অর্থনীতি গড়ে তােলা যাবে না।

জুন ১৯, ১৯৭৩ মঙ্গলবার সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করুন ঃ কালিয়াকৈর (ঢাকা), ১৭ জুন (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করতে জনগণের প্রতি আহ্বান জানান। স্থানীয় সিনেমা হলে কালিয়াকৈর থানা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ভাষণ দান প্রসঙ্গে জনাব তাজউদ্দিন উপরােক্ত আহ্বান জানান। অর্থমন্ত্রী নিজ নিজ ক্ষেত্রে সবাইকে সৎ ও দায়িত্বশীল হতে আহ্বান জানান। তিনি একটি স্বাধীন দেশের প্রয়ােজন মেটাতে প্রয়ােজনীয় পরিবর্তনের আলােকে কাজ করে যেতে সকলকে উপদেশ দেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে মনােবল, নিষ্ঠা ও সততা নিয়ে কাজ করেছেন সেই মন নিয়ে জাতীয় পুনর্গঠন কাজে আত্মনিয়ােগ করার জন্য তিনি মুক্তিযােদ্ধাদের প্রতি আহ্বান জানান। যারা বন্ধুদেশ ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা ছড়াচ্ছে তাদের জনাব তাজউদ্দিন তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এইসব লােক স্বাধীনতা বিরােধী শক্তির এজেন্ট। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় সােভিয়েট ইউনিয়ন, ভারত ও অন্যান্য ইউরােপীয় রাষ্ট্রের সাহায্য সমর্থনের কথা উল্লেখ করে জনাব তাজউদ্দিন বলেন যে, এইসব দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বে কেউ ফাটল ধরাতে পারবে না।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি