জুন ৪, ১৯৭৩ সােমবার ঃ দৈনিক বাংলা
সাংবাদিক সম্মেলনে তাজউদ্দিন; ভারতের সাথে কোন গােপন চুক্তি নাই । অর্থমন্ত্রী ও মুজিবনগরে বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ সুস্পষ্টভাবে একথা উল্লেখ করেন যে, ভারতের সাথে কোন রকমের গােপন চুক্তি নেই। এনার খবরে বলা হয় যে, গত শনিবার সকালে ঢাকায় এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ভাষণ দানকালে জনাব আহমদ জোর দিয়ে বলেন, তিনি সবসময়ই যে কোন গােপন চুক্তির বিরােধী এবং এটা তার দৃঢ় বিশ্বাস। তিনি আবার ঘােষণা করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কোন গােপন চুক্তি নেই। এবং এটা কেউ প্রমাণ করতে পারবে না বলেও চ্যালেঞ্জ দেন। মুক্তিযুদ্ধের দিনগুলাের কথা স্মরণ করে তিনি বলেন, ভারত কর্তৃক বাংলাদেশকে | আনুষ্ঠানিক স্বীকৃতি দান এবং আমাদের সাথে রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে ভারতের সরকারের কাছে সামরিক সাহায্যও চাননি। তিনি বলেন, এ থেকে একথাই সুস্পষ্ট হয়ে ওঠে যে, ভারতের সাথে আমাদের | সম্পর্কের ভিত্তি হচ্ছে পারস্পরিক সমঝােতা ও আন্তরিক বন্ধুত্ব। উভয় দেশের মধ্যে কোন ধরনেরই গােপন ব্যবস্থা নেই।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি