You dont have javascript enabled! Please enable it!

মে ১৯, ১৯৭৩ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ

কার্যকর শিক্ষানীতি আবশ্যক ঃ ঢাকা, ১৮ মে (এনা)। দেশের জন্য একটি গণমুখী। ও কার্যকর শিক্ষানীতির উপর অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গুরুত্ব আরােপ করেছেন। আজ সকালে স্থানীয় সিদ্দেশ্বরী বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ভাষণ দানকালে এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে আজ সাধারণ শিক্ষার সাথে সাথে আরাে বেশি করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা আবশ্যক। তিনি উল্লেখ করেন, কেবলমাত্র সাধারণ শিক্ষার ফলে সমাজে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের মাধ্যমে ডিগ্রী লাভ করে কখনই সমাজের এবং দেশের মঙ্গল করা যায় না। মে ২১, ১৯৭৩ সােমবার বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০০তম শাখা উদ্বোধন উপলক্ষে বিশেষ ক্রোড়পত্রে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদের বাণী ঃ বাংলাদেশ কৃষি ব্যাংকের শততম শাখা উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ সংবাদপত্রসমূহ বিশেষ সংখ্যা প্রকাশ করতে যাচ্ছে।

জেনে আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ বাংলাদেশ সরকার প্রকল্পিত দেশের প্রতিটি থানায় একটি করে কৃষি ব্যাংক স্থাপনের কর্মসূচির বাস্তবায়নের অবিচল গতি প্রতিফলিত হবে এ বিশেষ সংখ্যার আবর্তে। আমাদের মনে রাখতে হবে যে, কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ কৃষি ক্ষেত্রে যথেষ্ট অনুন্নত। বহু সমস্যার জর্জরিত কৃষককুল। অথচ এই কৃষককুলের উপরই একান্তভাবে নির্ভরশীল আমাদের জাতীয় সমৃদ্ধি ও অগ্রগতি। জাতিকে সমৃদ্ধিশালী করে তুলতে হলে সবার আগে জাতির মেরুদণ্ড এই কৃষক সম্প্রদায়কে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করতে হবে। স্বাধীন বাংলাদেশেকে সত্যিকার সােনার বাংলায় রূপান্তরিত করার মানসে সবুজ বিপ্লবের ডাক ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্যে আর কৃষক ভাইদের সর্বপ্রকার আর্থিক সাহায্য ও সুষ্ঠু পরিকল্পনার মতাদর্শ বিনিয়ােগের দায়িত্ব নিয়ে বাংলাদেশ সরকার দেশে প্রতি থানায় একটি করে কৃষি ব্যাংক খােলার সিদ্ধান্ত নিয়েছে। আজ সেই প্রকল্পের শততম শাখা উদ্বোধনের মহান লগ্নে বাংলাদেশে কৃষি বিপ্লব উত্তরােত্তর বিজয়ের পথে ধাবিত হােক। কৃষি ব্যাংকের মহান উদ্দেশ্য সার্বিক সাফল্যের গর্বে গরিয়ান হােক, এই কামনা করি। তাজউদ্দিন আহমদ, অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ সরকার।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!