You dont have javascript enabled! Please enable it!

মে ১৫, ১৯৭৩ মঙ্গলবার ঃ দৈনিক পূর্বদেশ

জীবনের প্রতি ক্ষেত্রে কঠোর সংযম পালন করুন ঃ পােরসা (নওয়াবগঞ্জ), ১৪ মে, (বিপিআই)। অর্থনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে কঠোর সংযম পালনের জন্য আজ অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আহ্বান জানিয়েছেন। আজ এখানে এক জনসভায় তিনি বলেন, খেত-খামার এবং শিল্প-কারখানায় ব্যাপক উৎপাদনের মাধ্যমেই দেশ বর্তমান অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারে। জনাব তাজউদ্দিন আজ পােরসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ৯৮তম শাখা উদ্বোধন করেন। তিনি বলেন, আগামী ৩ বছরে সারা দেশে এই ব্যাংকের মােট ৪৮১টি শাখা খােলা হবে। কঠোর সংযমের বিষয়টি ব্যাখা করে মন্ত্রী বলেন, এ কথা বলতে যাদের সামর্থ্য আছে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশ নেবেন এ কথাই বােঝানাে হয়েছে। অর্থনৈতিক দিক থেকে ইতােমধ্যেই যারা চরম অবস্থায় উপনীত হয়েছেন তাদের জন্য কথাটি প্রযােজ্য নয়।

জনাব তাজউদ্দিন বলেন, আমাদের সমস্যাবলী সমাধানের পন্থা বের করার আগে এগুলাের মূল কারণগুলাে ঠিকভাবে খুঁজে বের করতে হবে। এগুলাে লুকিয়ে রাখার কোন প্রয়ােজন নেই, তবে রাতারাতি সব সমস্যার সমাধান করা সরকারের পক্ষে সম্ভব নয় বলে মন্ত্রী মন্তব্য করেন। চাষিদের প্রতি তিনি কৃষি ঋণের সদ্ব্যবহার করার জন্য আহ্বান জানান। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে ছাত্ররা যে ভূমিকা নিয়েছেন মন্ত্রী তার প্রশংসা করেন। বেসরকারী কলেজসমূহ জাতীয়করণ করার দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সম্পদ এবং প্রয়ােজনের ভিত্তিতে সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে উপরােক্ত দাবি ন্যায্য নয় বলে তিনি অভিমত প্রকাশ করেন। ধর্মঘটরত বেসরকারী কলেজ শিক্ষকদের তিনি শিক্ষা কমিশনের রিপাের্ট প্রকাশ না হওয়া পর্যন্ত ধৈর্য্য ধারণের আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!