মে ৩, ১৯৭৩ বৃহস্পতিবার ও দৈনিক পূর্বদেশ
পাঁচ সহস্রাধিক টন বীজ ধান আসছে ঃ ঢাকা, ২ মে (এনা)। আগামী বীজ বপন মৌসুমের জন্য চলতি মাসের শেষের দিকে দেশে ৫ হাজার ২শ টনেরও বেশি বীজ ধান এসে পৌছাবে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ম্যানিলা থেকে ফিরে এসে আজ সন্ধ্যায় এখানে তার বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি এশিয় উন্নয়ন ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সম্মেলনে যােগদানের জন্য ম্যানিলা গিয়েছিলেন । অর্থমন্ত্রী বলেন যে, আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) অথবা ফোর্ড ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশে একটি ধান গবেষণা কেন্দ্র স্থাপন করা যেতে পারে। এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন যে, বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে এশিয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে তিনি “খুব ভাল সাড়া পেয়েছেন। দেশ স্বাধীন হবার আগে এশিয় উন্নয়ন ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত বকেয়া ঋণ সম্পর্কে বাংলাদেশ সরকার এশিয় উন্নয়ন ব্যাংকের সাথে পরে দ্বিপক্ষীয় আলােচনা করবে বলে অর্থমন্ত্রী বলেন। জনাব তাজউদ্দিন আহমদ ম্যানিলা অবস্থানকালে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস এবং অন্যান্য সরকারী নেতাদের সাথেও দেখা করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি