You dont have javascript enabled! Please enable it!

এপ্রিল ২০, ১৯৭৩ শুক্রবার : দৈনিক ইত্তেফাক

লালন ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লোক কবি ও কুষ্টিয়া, ১৮ এপ্রিল। অর্থ ও পাট সংক্রান্ত মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বাংলাদেশের মহান সম্পদ লােক গীতির পৃষ্ঠপােষকতা করার জন্য সমাজের সংস্কৃতিমনা লােকদের নিঃস্বার্থভাবে আগাইয়া আসার আহ্বান জানাইয়াছেন। মন্ত্রী কবি লালন শাহের ১৯৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল কবির মাজার প্রাঙ্গণে লালন লােক সাহিত্য একাডেমীর উদ্যোগে আয়ােজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করিতেছিলেন। মন্ত্রী বলেন, লালন শাহ শুধুমাত্র বাংলাদেশের নয় বরং সারা বিশ্বের শ্রেষ্ঠ লােক কবি ছিলেন। লােক সাহিত্য একাডেমী উদ্বোধনকালে জনাব তাজউদ্দিন একাডেমীর জন্য এক হাজার টাকা দানের কথা ঘােষণা করেন। জনাব তাজউদ্দিন আজ সকালে লেখক সাহিত্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে অপর একটি অনুষ্ঠানেও বক্তৃতা করেন। বাণী, তাজউদ্দিন আহমদ, মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও যে কোন দেশ অথবা জাতির ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান উৎপন্ন দ্রব্যসামগ্রী ও বিভিন্নমুখী কার্যক্রমের বিশ্বব্যাপী প্রচারের মাধ্যম হিসাবে বিজ্ঞাপন শিল্প একটি উল্লেখযােগ্য ভূমিকা পালন করে। আজকের স্বাধীন বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পও তার থেকে ভিন্ন নয়।

যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালীকরণ ও এ দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রীর বৈদেশিক চাহিদা বৃদ্ধির প্রশ্নে এ দেশের বিজ্ঞাপন সংস্থাগুলিকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সরকারের জাতি গঠনমূলক প্রচেষ্টার প্রশ্নেও আজ তাই বিজ্ঞাপন সংস্থাগুলির এগিয়ে আসার প্রয়ােজনীয়তা অনস্বীকার্য। স্বাধীন বাংলার বিজ্ঞাপন সংস্থা নবারুণের প্রথম বার্ষিকী নিঃসন্দেহে আনন্দব্যঞ্জক। আজকের এইদিনে নবারুণ বিজ্ঞাপন সংস্থাকে অভিনন্দন জানাচ্ছি। আর আমি আশা পােষণ করছি যে, দেশ গড়ার প্রতিটি পদক্ষেপে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সাথে সাথে নবারুণ উত্তরােত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে ।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!