You dont have javascript enabled! Please enable it!

মার্চ ৬, ১৯৭৩ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা

ঢাকার গ্রামে তাজউদ্দিন; দুই মাসের মধ্যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলাের নির্বাচনঃ টোক (ঢাকা), ৫ মার্চ (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ রােববার এখানে বলেন, সাধারণ নির্বাচনের দু’মাসের মধ্যেই দেশে অবশিষ্ট তিন পর্যায় ইউনিয়ন, থানা ও জেলা প্রশাসনিক পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। এক বিরাট জনসভায় বক্তৃতাকালে তিনি বলেন, প্রয়ােজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে এবং সাধারণ নির্বাচনের পর এসব আইনকানুন ঘােষণা করা হবে। তিনি সৎ, বুদ্ধিমান ও পরিশ্রমী ব্যক্তিদের ভােট দেবার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। কেননা এদের জাতীয় পুনর্গঠন কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে। তিনি বলেন, জনগণকেই আওয়ামী লীগ সকল শক্তির আধার মনে করেন। কাজেই সকল সিদ্ধান্ত নেবার ব্যাপারে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের সাথে তাদের অবশ্য সম্পর্ক রাখা উচিত। খাদ্য শস্য ও ঢাকার ফিজুলিয়া থেকে বাসস জানাচ্ছে, বাংলাদেশ ইতােমধ্যেই ১১৪ কোটি টাকার খাদ্য শস্য আমদানির জন্য চুক্তি করেছে। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ সােমবার একথা বলেন। তিনি বলেন, এবারও যদি ফসল না হয় তবে আরাে ১৫০ কোটি টাকার খাদ্যশস্য আমদানি করতে হবে। তবে সময়মত বৃষ্টি হওয়ায় বােররা ও ইরি ধান ভাল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে অনেক বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে বলে তিনি জানান। সরকার দেশে ব্যাপক সেচ ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে।

চাষিদের সাহায্য করার জন্য প্রতি থানায় কৃষি ব্যাংক খােলা হবে। সরকার এপ্রিল মাসের শেষ দিকে প্রথম পাঁচসালা পরিকল্পনা প্রকাশ করবেন। আওয়ামী লীগকে সমর্থন করুন : অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আসন্ন নির্বাচনে এককভাবে আওয়ামী লীগকে সমর্থন করার জন্য জনগণের প্রতি আহবান জানান। কাপাসিয়া ও মনােহরদী থানা এলাকায় বিভিন্ন জনসভায় বক্তৃতাকালে তিনি বলেন যে, আওয়ামী লীগ স্বাধীনতার এনেছে এবং জাতির পিতার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগেরই একমাত্র দেশ পুনর্গঠনের সামর্থ ও সাংগঠনিক ক্ষমতা রয়েছে। তিনি ভােটারদের সবাইকে ভােট দেবার অনুরােধ জানান, যাতে কেউ কোন সমালােচনা করতে না পারে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!