You dont have javascript enabled! Please enable it! 1973.03.01 | দৈনিক পূর্বদেশ-আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নয় - সংগ্রামের নোটবুক

মার্চ ১, ১৯৭৩ বৃহস্পতিবার ঃ দৈনিক পূর্বদেশ

আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নয় ? আড়াল (কাপাসিয়া)। ২৮ ফেব্রুয়ারি (বাসস)। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল বলেন যে, জাতি ধর্ম নির্বিশেষে দেশের সমস্ত নাগরিক সমান অধিকার ভােগ করবেন এবং কাউকে অপরের অধিকারে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। ঢাকা থেকে ৪৫ মাইল দূরে স্থানীয় আড়াল উচ্চ বিদ্যালয়ের ময়দানে এক বিরাট জনসভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন যে, শশাষণের দিন শেষ হয়েছে। এখন দেশের জনগণের কর্তব্য হচ্ছে দেশে কৃষক-শ্রমিকরাজ প্রতিষ্ঠা করতে সরকারকে সাহায্য করা। যার জন্যে ত্রিশ লাখ মানুষ আত্মাহুতি দিয়েছে। জনাব তাজউদ্দিন আহমদ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রয়ােজনের ওপর জোর দিয়ে বলেন যে, এছাড়া কোন দেশ আত্মনির্ভরশীল অর্থনীতি গড়তে পারে না। ভারত-বাংলাদেশ সম্পর্কের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন যে, নিষিদ্ধ জামাতে ইসলামি ও মুসলিম লীগ ভারত-বাংলাদেশ মৈত্রী সম্পর্ক তিক্ত করার চেষ্টা করছে। অর্থমন্ত্রী বলেন যে, আওয়ামী লীগ কখনও ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করেনি, যদি তা করত তাহলে সে আরও পাঁচ বছর ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারত। কারণ গত নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে পাঁচ বছরের জন্য ভােট দিয়েছিলেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!