You dont have javascript enabled! Please enable it! 1973.02.26 | দৈনিক পূর্বদেশ-বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দিতে হবে - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ২৬, ১৯৭৩ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ

বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দিতে হবে : ঢাকা ২৫ ফেব্রুয়ারি। এনা জানাচ্ছে, অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ পাকিস্তানে আটকে পড়া চার লক্ষ বাঙ্গালিকে স্বদেশে ফিরে আসার অনুমতি দেবার জন্য প্রেসিডেন্ট জনাব জুলফিকার আলি ভুট্টোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ঢাকা থেকে ৫০ মাইল উত্তরে সিংহশ্রীর এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি আরাে বলেন যে, পাকিস্তানকে তার দেশের জনসাধারণের স্বার্থেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। মন্ত্রী তার ভাষণে ছাত্র সমাজকে বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের পুনর্গঠনের স্বার্থে অধ্যয়নে মনােনিবেশ করতে আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ কখনও ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণই তার ক্ষমতার উৎস। গত পঁচিশ বছর ধরে আওয়ামী লীগ। জনগণের জন্য আপােসহীন সংগ্রাম করেছে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি