You dont have javascript enabled! Please enable it! 1973.02.25 | দৈনিক বাংলা-গঙ্গা বাজারের জনসভায় তাজউদ্দিন ; পাঁচসালা পরিকল্পনায় জনশক্তিকে কাজে লাগাবার ব্যবস্থা থাকবে - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ২৫, ১৯৭৩ রবিবার ঃ দৈনিক বাংলা

গঙ্গা বাজারের জনসভায় তাজউদ্দিন ; পাঁচসালা পরিকল্পনায় জনশক্তিকে কাজে লাগাবার ব্যবস্থা থাকবে। গঙ্গাবাজার (ঢাকা), ২৩ ফেব্রুয়ারি (বাসস)। আজ এখানে অনুষ্ঠিত এক জনসভায় বক্তৃতা প্রসঙ্গে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ জনগণকে বিপ্লবী আদর্শ অনুসরণের আহ্বান জানান। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্বাধীনতা সংগ্রামে যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন, এখনাে আপনাদের সেই বীরত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। জনাব তাজউদ্দিন অস্ত্র সমর্পণের প্রসঙ্গে বলেন, যারা অস্ত্র সমর্পণ করেনি, তারা রেহাই পাবে না। লুকানাে অস্ত্র খুঁজে বের করা হবেই। অর্থমন্ত্রী পাঁচসালা পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, একটি নতুন শিক্ষা ব্যবস্থা এই পরিকল্পনার আওতায় পড়বে। দেশের জনশক্তিকে কাজে লাগানাে হবে। ডাক্তার, বিচারক, অধ্যাপক, শিক্ষক, কারিগর, প্রকৌশলী প্রভৃতি গড়ে তােলার দিকে নজর দেয়া হবে। ছাত্রদের মধ্যে কার কোন বিষয়ে ঝোক রয়েছে তা যাচাই করার চেষ্টা করা হবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি