ফেব্রুয়ারি ২০ ১৯৭৩ মঙ্গলবার ঃ দৈনিক পূর্বদেশ
কার কত জনপ্রিয়তা ব্যালট বাক্সেই তা প্রমাণিত হবে : ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (বাসস)। অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ বলেন যে, নির্বাচন বর্জনের সপক্ষে যে কোন দলের যে কোন রকম অজুহাত তাদের উদ্দেশ্য সাধনে সহায়ক হবে না। কারণ ভােট গ্রহণ কেন্দ্রে যে ব্যালট বাক্স থাকবে এবং তাতে তাদের অনুকূলে যে ভােট পড়বে তা থেকেই প্রমাণিত হবে তারা জনগণের কত অংশের প্রতিনিধিত্ব করেন। জনাব তাজউদ্দিন আহমদ আজ অপরাহ্নে সাভার আশুলিয়া হাইস্কুল ময়দানে এক জনসভায় বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সব কিছুই করছেন এবং সরকারও অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও উপযুক্ত পরিবেশ বজায় রাখার পক্ষে কাজ করে যাবে।
জনাব তাজউদ্দিন আহমদ এ ব্যাপারে সহায়তা দানের জন্য অন্যান্য রাজনৈতিক দল ও দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন। তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করার জন্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে কৃষক-শ্রমিক-ছাত্র-যুবক এবং সর্বস্তরের জনগণের একটি ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করেন। তাজউদ্দিন বলেন, যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে যত অসুবিধাই হােক না কেন, বাংলাদেশ সরকার শর্তযুক্ত বিদেশী সাহায্য গ্রহণ করবে না। রাষ্ট্রীয় স্বাধীনতা ও জাতীয় মর্যাদা সবকিছুর উপরে। আর সেভাবেই বন্ধু রাষ্ট্রগুলাের কাছে সরকার সাহায্য সহযােগিতা চেয়েছেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি