You dont have javascript enabled! Please enable it! 1973.02.20 | দৈনিক বাংলা-ঢাকার পল্লীতে তাজউদ্দিন; চলতি মাসে ১১৪ কোটি টাকার খাদ্য শস্য আমদানি করা হবে - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ২০, ১৯৭৩ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা

ঢাকার পল্লীতে তাজউদ্দিন; চলতি মাসে ১১৪ কোটি টাকার খাদ্য শস্য আমদানি করা হবে : অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, ১১৪ কোটি টাকা মূল্যের খাদ্য শস্য আমদানিকল্পে সরকার বিভিন্ন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। গতকাল সােমবার বাসস পরিবেশিত এক খবরে বলা হয়, তিনি ঢাকা থেকে ত্রিশ মাইল দূরে প্রলােদপুরে এক জনসভায় বক্তৃতা করছিলেন। তিনি বলেন, এ বছর আমাদের ২৫০ কোটি টাকার খাদ্য শস্য আমদানি করতে হবে। জাতীয় সংসদের প্রতিটি আসনে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করে বঙ্গবন্ধুর হাত শক্তিশালী করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তানে আটক চার লাখ বাঙ্গালি উদ্ধার এবং বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্যমূলক জল্পনা কল্পনা ব্যর্থ করে দেবার জন্য গােটা জাতিকে একতাবদ্ধ হয়ে সরকারের শক্তি বৃদ্ধি করতে হবে। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সর্বদাই জনগণের পাশাপাশি দাড়িয়ে সংগ্রাম করেছে। কাজেই জনগণের কাছ থেকে ভােট দাবি করার অধিকারও আওয়ামী লীগের রয়েছে। বিরােধী দলগুলাের সমালােচনা করে তিনি বলেন, এসব দল নিজেদের ভরাডুবির কথা অনুমান করে নির্বাচনী প্রচার থেকে দূরে থাকছে এভাব দেখিয়ে যে, দেশে গণতন্ত্র নেই। বিশ্ববাসীকে এটা বুঝিয়ে সরকারকে বিব্রত করার জন্য তারা চেষ্টা করছে বলে তিনি জানান। তিনি ভােটারদের সবাইকে ভােট কেন্দ্রে নিয়ে ভােট দেবার আহ্বান জানান। তিনি বলেন, ভােটাররা সবাই কেন্দ্রে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়ােগ করুক এটা বিরােধী দলগুলাে চায় না। যাতে তারা বিশ্ববাসীকে দেখাতে পারে যে, সরকার গােটা দেশবাসীর প্রতিনিধি নয়, তারা জনসংখ্যার অংশবিশেষের প্রতিনিধিত্ব করছে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি