You dont have javascript enabled! Please enable it!

ফেব্রুয়ারি ১৮, ১৯৭৩ রবিবার : দৈনিক ইত্তেফাক

রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বরদাস্ত করিব না ঃ আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা)। ১৫ ফেব্রুয়ারি। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ হুশিয়ারি জ্ঞাপন করিয়া বলিয়াছেন যে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দুষ্কৃতিকারীরা হিংসাত্মক পন্থা ও ভীতি প্রদর্শনের চেষ্টা করিলে তাহা বরদাস্ত করা হইবে না। স্থানীয় হাইস্কুল প্রাঙ্গণে আয়ােজিত সভায় বক্তৃতা প্রসঙ্গে অর্থমন্ত্রী উপরােক্ত হুঁশিয়ারি জ্ঞাপন করেন। তিনি বলেন, যাহারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিকে ভীতি প্রদর্শনের জন্য গুপ্ত হত্যা ও হিংসাত্মক পন্থা অবলম্বন করিতেছে তাহারা জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করিতেছে। তাহাদিগকে রেহাই দেওয়া হইবে না। তিনি এই সব ব্যক্তির হীন উদ্দেশ্য ব্যর্থ করিবার জন্য সকলের সহযােগিতা কামনা করেন। তিনি কতিপয় ব্যক্তির ভারত বিরােধী প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িকতা ছড়াইবার চেষ্টার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাহাদের এই চেষ্টা ব্যর্থ হইবে। অর্থমন্ত্রী জানান, আওয়ামী লীগ প্রদত্ত একটি সংবিধানের মাধ্যমে দেশের সকলের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হইয়াছে। এখন জাতির প্রধান কর্তব্য। হইতেছে দেশের অর্থনীতির ভিত্তিকে মজবুত করা।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!