You dont have javascript enabled! Please enable it! 1973.02.14 | দৈনিক ইত্তেফাক-তরুণ সমাজের প্রতি তাজউদ্দিন ; মানসিকতা পরিবর্তন করুন - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ১৪, ১৯৭৩ বুধবার ঃ দৈনিক ইত্তেফাক

তরুণ সমাজের প্রতি তাজউদ্দিন ; মানসিকতা পরিবর্তন করুন ঃ (ইত্তেফাক রিপাের্ট)। গতকাল (মঙ্গলবার) অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, ছাত্র সমাজ তথা তরুণ সমাজের মানসিকতার আমূল পরিবর্তন করিতে হইবে। তিনি বলেন, দেশের মানুষের আশা-ভরসা তরুণ সমাজ ও ছাত্র সমাজের উপর। গতকাল সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে নব-নির্বাচিত ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী মহােদয় উপরােক্ত কথা বলেন। মন্ত্রী মহােদয় বলেন, পরীক্ষায় নকল করা শুধু অন্যায়ই নয়, ইহা নিজের পক্ষেও অত্যন্ত ক্ষতিকর। তিনি বলেন, ঐতিহ্যবাহী ছাত্র লীগ নকল প্রবণতা রােধ করিতে আগাইয়া আসিতে পারে। জনাব তাজউদ্দিন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার ওপর আলােকপাত করিয়া বলেন, উহা পরিবর্তনে ছাত্রদেরও যথেষ্ট ভূমিকা রহিয়াছে। তিনি বলেন, গণশিক্ষা ব্যবস্থার সকল পরিকল্পনা ইতােমধ্যেই গৃহীত হইয়াছে এবং উহার মাধ্যমে সকল শ্রেণীর মানুষ যে কোন ধরনের শিক্ষা লাভ করিতে পারে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে এ দেশের তরুণ সমাজ যেমনিভাবে দেশ স্বাধীন করিয়াছিল, আসন্ন নির্বাচনে তেমনিভাবেই তাহাদেরকে সাড়া দিতে হইবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি