২৯ অক্টোবর ১৯৭১ঃ ৫০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ
৫৫ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার কথা প্রকাশের কথা থাকলেও কমিশন ৫০ টির ফলাফল ঘোষণা করেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের মধ্যে প্রখ্যাত নেতাগন হলেন আব্দুল জব্বার খদ্দর ফেনী, একিউএম শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া, সাবেক প্রাদেশিক মন্ত্রী আমজাদ হোসেন খুলনা, মাহমুদ আলী পিডিপি সুনামগঞ্জ, আব্দুল খালেক জামাত সাধারন সম্পাদক, টাঙ্গাইল, আব্দুল্লাহ আল কাফি জামাত দিনাজপুর, আব্দুর রব শান্তি কমিটি, বরিশাল, কাইউম মুসলিম লীগের খান আব্দুস সবুর, মন্ত্রী একেএম ইউসুফ জামাত বাগেরহাট, পিডিপি এর আজিজুল হক নান্না বরিশাল, কাউন্সিল মুসলিম লীগের খাজা খয়ের উদ্দিন ঢাকা, শিক্ষ মন্ত্রী জামাতের আব্বাস আলী খান জয়পুরহাট, শিল্পমন্ত্রী আখতার উদ্দিন বরিশাল, জামাতের গোলাম আজম টাঙ্গাইল, জামাতের সাদ উদ্দিন আহমেদ কুষ্টিয়া, মোসলেহ উদ্দিন পিডিপি ময়মনসিংহ, জামাতের অধ্যাপক ইউসুফ আলী গাজীপুর, নুরুল্লাহ পিডিপি চট্টগ্রাম।