২৯ অক্টোবর ১৯৭১ঃ আন্তজার্তিক
শ্রীলঙ্কা
শ্রীলংকার যোগাযোগ মন্ত্রী লেসলি গুনাবর্ধনে বলেছেন তার দেশ বাংলাদেশে পাকিস্তানী সৈন্য ও রসদ বহনকারী সামরিক বেসামরিক বিমানের ট্রানজিট সুবিধা বাতিল করে দিয়েছে।
ক্ষমতাসীন কোয়ালিশন শরীক ট্রটস্কি পন্থী শ্রীলঙ্কা সামা সমাজ পার্টি নেত্রী ভিভিয়ান্নে গুনাবর্ধনে শেখ মুজিবের মুক্তির দাবীতে এমপি দের স্বাক্ষর গ্রহন করছেন এবং তার দল অবিলম্বে শেখ মুজিবকে মুক্তি দেয়ার জন্য ইয়াহিয়া খানের প্রতি আহবান জানিয়েছেন। ভিভিয়ানে গুনাবর্ধনে যোগাযোগ মন্ত্রী লেসলি গুনাবর্ধনের স্ত্রী ও এমপি।
দিল্লীতে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত বাংলাদেশ বিষয়ক আন্তজার্তিক সম্মেলনে ভিভিয়ানে শ্রীলঙ্কা প্রতিনিধিদলের নেতা ছিলেন।
কানাডা
কলকাতা সফররত ৭ সদস্য বিশিষ্ট কানাডীয় ডেভেলপমেন্ট এজেন্সি প্রধান পল গেরিন লাজই বলেছেন ভারত পূর্ব পাকিস্তানী শরণার্থীদের দেশে ফিরতে বাধা দিচ্ছে পাকিস্তান সরকারের এমন দাবী সম্পূর্ণ মিথ্যা। তারা কলকাতার কাছাকাছি ৪ টি ক্যাম্প পরিদর্শন করে এ মন্তব্য করেন। তারা দৈব চয়ন ভিত্তিতে শরণার্থীদের সাথে কথা বলে এর সত্যতা পাননি।