You dont have javascript enabled! Please enable it!

২৯ অক্টোবর ১৯৭১ঃ অন্যান্য

বেগম আখতার সোলায়মান
লেবাননের আল বায়রাক পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ পাকিস্তানের সকল দৈনিক পত্রিকা প্রকাশ করে। সেই সংবাদে বেগম আখতার সোলায়মান বলেন পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষ বিচ্ছিন্নতা বিরোধী। জনগন এক ফেডারেল রাষ্ট্র কাঠামোর মধ্যে স্বায়ত্তশাসন অর্জনের জন্য আওয়ামী লীগের দাবীর প্রতি সমর্থন জানাইয়া তাদের ভোট দিয়াছিল। কিন্তু যখন শেখ মুজিব উক্ত প্রস্তাবের খেলাপ করিয়া বিচ্ছিন্নতাবাদের প্রতি নিজেকে জড়ান তখনি শেখ মুজিব জনপ্রিয়তা হারাইয়াছেন। বেগম আখতার তার স্বামী সহ ২ দিনের সফরে লেবানন যান।

হামিদুল হক চৌধুরী
সাবেক মন্ত্রী হামিদুল হক চৌধুরী লন্ডনে বলেন তিনি কোন সরকারী পদ গ্রহন করবেন না এবং রাজনীতিতেও ফিরবেন না নির্বাচনেও অংশ গ্রহন করবেন না। বর্তমানে তিনি তিতাস গ্যাসের মামলায় লন্ডন অবস্থান করছেন।
নোটঃ হামিদুল হক চৌধুরী কয়েক মাস আগেই পাকিস্তান ত্যাগ করে বিদেশে আছেন ১৬ ডিসেম্বরের আগে আর তিনি পাকিস্তান ফিরে আসেন নি। তিতাস গ্যাস আগে ব্রিটিশ শেল কোম্পানির মালিকানাধীন ছিল।
ফজলুল কাদের চৌধুরী
আসন ভাগাভাগি সত্ত্বেও তার আসন থেকে পিডিপির/৬দলের মাহমুদুন্নবি মনোনয়ন প্রত্যাহার না করায় ফজলুল কাদের চৌধুরী হতাশ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!