You dont have javascript enabled! Please enable it! 1973.02.04 | দৈনিক বাংলা-রামকৃষ্ণ মিশন সংস্কৃতি ভবনের ভিত্তি স্থাপন; তরুণ সমাজকে সুযােগ সুবিধা দিতে হবে - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ৪, ১৯৭৩ রবিবার ঃ দৈনিক বাংলা

রামকৃষ্ণ মিশন সংস্কৃতি ভবনের ভিত্তি স্থাপন; তরুণ সমাজকে সুযােগ সুবিধা দিতে হবে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন, ছাত্রদের শিক্ষায়তনের বাইরে খেলাধূলা ও পড়াশােনার সুযোেগ নেই বলে তরুণ সমাজ বিপথে যাচ্ছে। জাতি ও সমাজ গঠনে তরুণ সমাজকে নিয়ােজিত করতে হলে তাদের অভাব অভিযােগ দূর করে তাদের সুযােগ সুবিধা দিতে হবে। মন্ত্রী গতকাল শনিবার বিকালে রামকৃষ্ণ মিশন সংস্কৃতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতির ভাষণ দানকালে একথা বলেন। জনাব তাজউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই নেই। স্কুলে খেলার মাঠ ও সরঞ্জাম নাই। ফলে তরুণরা রাস্তায় ঘুরে বেড়ায় ও আনুষাঙ্গিক দোষে দোষী। হয়। আমরা শুধু ছাত্রদের তাগিদ দেই লেখাপড়া করার জন্য। অথচ পাঠ্য বই দিতে পারি না। ছাত্রদের পাঠাগারের অভাব পূরণ করতে রামকৃষ্ণ মিশনের সংস্কৃতি ভবন সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি