ডিসেম্বর ২৯, ১৯৭২ শুক্রবার ঃ দৈনিক বাংলা
বিরােধী দলকে খাট করে দেখা ঠিক নয় ; বঙ্গবন্ধুই বাঙ্গালিদের সার্বভৌম জাতি রূপে প্রতিষ্ঠিত করেছেন ঃ মনােহরদী (ঢাকা), ২৮ ডিসেম্বর, (বাসস)। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ দলমত নির্বিশেষে সকল স্তরের জনগণের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় অর্থনীতি পুনর্গঠনের কাজে আত্ম-নিয়ােগের আহ্বান জানান। আজ এখানে অগ্রণী ব্যাংকের একটি শাখা উদ্বোধনকালে তিনি বলেন যে, যারা বঙ্গবন্ধুকে গালিগালাজ করার দুঃসাহস দেখাচ্ছে, তারা কি চায় তিনি তা বুঝতে অক্ষম। তিনি বলেন, বঙ্গবন্ধুই বিশ্বসমাজে বাঙ্গালিদের একটি সার্বভৌম জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সকল রাজনৈতিক দলকে কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের এ ধরনের রাজনীতিতে যােগ না দিয়ে জনগণের সেবা করার পরামর্শ দেন। তিনি বলেন, আওয়ামী লীগের অত্যন্ত গৌরবময় ঐতিহ্য রয়েছে। আওয়ামী লীগ সবসময় দেশের সাধারণ মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের জন্য সংগ্রাম করে এসেছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সরকার গঠনমূলক সমালােচনাকে স্বাগত জানিয়ে আসছে। প্রতিটি নাগরিক তথা বিরােধী দলগুলাের বােঝা উচিত যে, দায়িত্বহীন সমালােচনা দেশের ক্ষতি সাধন করে। একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদেরই ভাল কাজের জন্য সুফল ভােগ অথবা খারাপ কাজের জন্য দুর্ভোগ পােহাতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সরকার বন্দুকের নল থেকে শক্তি পায় না।
পাচ্ছে জনগণের নিকট থেকে। তিন বছর আগে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থাই এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রদত্ত সংবিধানে জনগণের আশা-আকাঙ্খা প্রতিফলিত হয়েছে। বর্তমান সংবিধানের দুটো ভাল দিক রয়েছে। যেমন, এতে দেশের মানুষের আশা-আকাঙ্খ প্রতিফলিত হয়েছে এবং ভবিষ্যতে এটি জনগণের সমৃদ্ধির পথে বাধা হয়ে দাড়াবে না। তা ছাড়া এই সংবিধান পার্লামেন্টকে যুগের প্রয়ােজনে আইন প্রণয়নের পথ করে দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি মনে করেন যে, শুধু সংবিধানের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এর জন্য সৎ ও ত্যাগী কর্মী প্রয়ােজন। তিনি আশা করেন যে, দেশের তরুণ সমাজ সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে। তিনি বলেন, যদি কেউ এখনাে দেশে ধনতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভাের থেকে থাকে তবে সে অন্য কোথাও চলে যেতে পারে। তিনি বিরােধী দলকে খাট করে না দেখার জন্য আওয়ামী লীগ কর্মীদের পরামর্শ দেন এবং সমাজে সহিষ্ণুতার প্রয়ােজনীয়তার ওপর গুরুত্ব আরােপ করেন। তিনি বিরােধী দলগুলির প্রতি নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি ছাত্রদের প্রতি পড়াশােনায় মনােনিবেশের আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার হলে তাদের অসদুপায় অবলম্বন করা উচিত নয়। কারণ এতে জাতির অধিক ক্ষতি হবে। তিনি ছিনতাই ও লুটতরাজ প্রতিরােধের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি