You dont have javascript enabled! Please enable it! 1973.01.08 | দৈনিক পূর্বদেশ-সকল রাজনৈতিক দলের প্রতি তাজউদ্দিন; রাজনীতিতে হিংসাত্মক কার্যকলাপ পরিহার করুন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিক উপায়ে মীমাংসা করুন - সংগ্রামের নোটবুক

জানুয়ারি ৮, ১৯৭৩ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ

সকল রাজনৈতিক দলের প্রতি তাজউদ্দিন; রাজনীতিতে হিংসাত্মক কার্যকলাপ পরিহার করুন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিক উপায়ে মীমাংসা করুন । কাপাসিয়া (ঢাকা), ৭ জানুয়ারি (বাসস)। অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বিক্ষোভ ও বিদ্রোহের পথ পরিহার করে গণতান্ত্রিক পদ্ধতিতে সকল রাজনৈতিক সমস্যা রাজনৈতিক উপায়ে মীমাংসার জন্য রাজনৈতিক দলগুলাের প্রতি আহ্বান জানান। কাপাসিয়া থেকে দু’মাইল দূরে দানারায়ণপুরে তাজউদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এক জনসভায় ভাষণ দান প্রসঙ্গে অর্থমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেন যে, ‘বিদ্রোহ-বিক্ষোভের রাজনীতি’ শুধু দেশের ও বিদেশের শত্রুদের হাত জোরদার করবে। জনাব তাজউদ্দিন নির্বাচনে অংশগ্রহণ করে নিজ নিজ জনপ্রিয়তার পরীক্ষার জন্য বিরােধী দলগুলাের প্রতি আহ্বান জানান। বিরােধী দলগুলাের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে তারা যদি উত্তেজনা সৃষ্টি করতে চায় তবে তাতে বাংলাদেশের বিরুদ্ধে শুধু আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষেত্ৰই প্রস্তুত করা হবে। অর্থমন্ত্রী বলেন, আজ দেশের সবচেয়ে বড় সমস্যা হল খাদ্য সমস্যা। অন্যান্য সমস্যা মােকাবিলার প্রাথমিক দায়িত্ব হিসেবে এটাকে সর্বপ্রথম সমাধান করতে হবে। দেশের শান্ত অবস্থাই হবে খাদ্য সমস্যা সমাধানের পূর্বশর্ত। তিনি দুঃখ করে বলেন যে, বাংলাদেশের যুব সমাজ স্বাধীনতা যুদ্ধকালে যে সুনাম অর্জন করেছে; পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য নানা ধরনের কার্যকলাপের মাধ্যমে তারা নিজেরাই তা অনেকখানি ক্ষুন্ন করেছে। তিনি যুব সমাজের প্রতি তাদের সুনাম পুনপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন যে, দেশের পুনর্গঠনে তাদের এক বিরাট ভূমিকা রয়েছে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি