You dont have javascript enabled! Please enable it!

জানুয়ারি ৭, ১৯৭৩ রবিবার ঃ দৈনিক পূর্বদেশ

নিজেদের স্বার্থে কাজ করুন; দেশকে ভালবাসুন ঃ সিরাজদিখান (মুন্সিগঞ্জ)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে এক জনসভায় দেশকে ভালবাসার জন্য এবং দল নির্বিশেষে দেশের স্বার্থে কাজ করার জন্য জনসাধারণ এবং সকল দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু নির্বাচনের আগে বিশৃংখল অবস্থার সৃষ্টি করতে না দেয়ার জন্যও তিনি তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্যথায় আপনারা অভ্যন্তরীণ ও বৈদেশিক ষড়যন্ত্রের শিকারে পরিণত হবেন। অর্থমন্ত্রী আজ বিকেলে স্থানীয় বিদ্যালয় ময়দানে এক জনসভায় ভাষণ দেন। জনাব তাজউদ্দিন আহমদ সতর্ক করে দেন যে, বাংলাদেশ ও তার আদর্শ বিরােধীরা এখন বিশৃংখলার সুযােগে তাদের মাথা তােলার চেষ্টা করবে।

আওয়ামী লীগ সম্পর্কে মন্ত্রী বলেন, বিগত ২৫ বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে এবং বর্তমানে ক্ষমতাসীন দল হিসাবে আওয়ামী লীগের দায়িত্ব অন্য দলগুলাের থেকে অনেক বেশি। যে কোন উস্কানির মুখে ধীরস্থির থাকার জন্য তিনি ছাত্রদের উপদেশ দেন। তিনি বলেন, তাদের সহনশীল হওয়া উচিত। তিনি বলেন, “বল প্রয়ােগে কোন সমস্যারই সমাধান করা যায় না। তিনি মত প্রকাশ করেন যে, রাজনৈতিক সমস্যাদি রাজনৈতিকভাবে এবং সামাজিক সমস্যাদি সামাজিকভাবে সহজেই সমাধান করা যায়। দেশের যুবকদের সম্পর্কে উচ্চ আশা প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামকালে তারা বীরত্বের পরিচয় দিয়েছেন এবং বর্তমানে তাদের সংগ্রাম হবে দেশ গড়ার সংগ্রাম। তিনি বলেন, শুধুমাত্র স্লোগানই দেশের উন্নয়নে সাহায্য করে না। ইতােপূর্বে এখানে তিনি সােনালী ব্যাংকের শাখার দ্বার উদঘাটন করেন এবং ভাষণ দেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!