ডিসেম্বর ২৫, ১৯৭২ সােমবার ৪ দৈনিক পূর্বদেশ
দুবৃত্ত দমনে সরকারকে সহযােগিতা করুন ঃ টোক (কাপাসিয়া), ২৪ ডিসেম্বর (বাসস)। গতকাল বিকেলে এখানে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়ােজিত এক জনসভায় অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন দুবৃত্ত ও সমাজ বিরােধীদের দমনে সরকারের সাথে সহযােগিতা করার জন্য জনগণের প্রতি আবেদন জানান। সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য সরকারের দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে জনাব তাজউদ্দিন বলেন, কোন আওয়ামী লীগ নেতাকেও দুনীতির সাথে জড়িত দেখলে রেহাই দেয়া হবে না। দেশের যুব সমাজের প্রতি পূর্ণ। আস্থা প্রকাশ করে তিনি বলেন, তারা বলতে গেলে খালি হাতে আধুনিকতম অস্ত্রশস্ত্রে সজ্জিত হানাদারদের মােকাবেলা করছে। দালালদের সম্পর্কে মন্ত্রী বলেন, তাদের প্রতি সরকার যে ক্ষমাসুলভ দৃষ্টিভঙ্গি নিয়েছেন ইতিহাসে তার নজীর নেই। নিজেদেরকে শুধরে নেয়ার জন্যে সরকার তাদেরকে সময় দিয়েছেন। জনগণ যদি তাদেরকে ক্ষমা করে দেন সরকারের বলার কিছুই থাকবে না। কিন্তু অন্যথায় তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের সাথে সহযােগিতা করার জন্য অর্থমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানান। ছাত্রদের প্রতি তিনি পরীক্ষায় অসুদুপায় অবলম্বন থেকে বিরত থাকার আবেদন জানান। কৃষক সমাজের প্রতি তিনি উৎপাদন বাড়ানাের আবেদন জানান। সমাজের প্রতিটি স্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে মন্ত্রী। বলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর চোখে সবাই সমান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি