ডিসেম্বর ২০, ১৯৭২ বুধবার ঃ দৈনিক বাংলা
মুজিনগর কর্মচারি সমিতির অনুষ্ঠানের তাজউদ্দিন; পুরস্কারের আশা না করে দেশ গড়ায় ব্রতী হন ? স্টাফ রিপাের্টার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ মুজিবনগরস্থ সরকারী ও বেসরকারী কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, প্রতিদানে পুরস্কারের আশা না করে নিজেদের কর্মশক্তিতে দেশ গড়ার কাজে নিয়ােজিত করার প্রতিশ্রুতি পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর সােনার বাংলা প্রতিষ্ঠা করা যাবে । মুজিবনগর কর্মচারি সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর সংবর্ধনা সভায় এক সংক্ষিপ্ত ভাষণে জনাব তাজউদ্দিন আহমদ এ অভিমত ব্যক্ত করেছেন। জনাব তাজউদ্দিন বলেন, জাতিকে দেয়া প্রতিশ্রুতি পালন করলেই জনগণের আশা পূর্ণ হবে, আমাদের লক্ষ্য অর্জিত হবে। যে আত্মত্যাগ ও সংগ্রামের মনােভাব নিয়ে সেদিন স্বাধীনতার জন্য সকলে কাজ করেছে, আজও সেই মনােভাব অক্ষুন্ন থাকা প্রয়ােজন। সেদিন আমরা কখনই সরকারী, বেসরকারী কিংবা সামরিক বাহিনীর লােকদের হতাশ হতে দেখিনি। শত বাধা-বিপত্তি, দুঃখ-কষ্ট ও অসুবিধার মধ্যে তারা যে মনােভাব দেখিয়েছে, সে জন্য আমরা গর্ববােধ করি।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি