ডিসেম্বর ১৮, ১৯৭২ সােমবার ঃ দৈনিক বাংলা
সঠিক তথ্য সংগ্রহ করে স্বাধীনতার ইতিহাস লিখতে হবে : অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সঠিক তথ্য ও উপকরণ। সংগ্রহ করে ইতিহাস রচনার জন্যে আহ্বান জানান। তিনি বলেন, মিথ্যা ও কল্পনার রঙে রঞ্জিত কোন ইতিহাস যদি রচনা করা হয় তবে তা নিশ্চিতভাবে আগামীতে মিথ্যা বলে প্রমাণিত হবে। জনাব তাজউদ্দিন আহমদ নূ্যনতম জাতীয় লক্ষ্য ও সমঝােতার ভিত্তি স্থাপনের জন্যে দেশের সকল মতাবলম্বী লােকের প্রতি আহ্বান জানান। তিনি বলেন আমাদের আশা-আকাংখার প্রতিফলনের জন্যে এই ভিত্তি স্থাপনের প্রয়ােজন রয়েছে । বিজয় দিবস উপলক্ষে গতকাল রবিবার নজরুল একাডেমী আয়ােজিত আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। জাতীয়তাবাদের উন্মেষে কাজী নজরুল ইসলামের যে অগ্রনায়কের ভূমিকা রয়েছে মন্ত্রী তার ভাষণে তার উল্লেখ করেন। বাঙ্গালি জাতীয়তাবাদ ও স্বাধীনতা সংগ্রামের প্রেরণাদায়িনী লেখা কবির বাঙ্গালির বাংলা-র উল্লেখ করে তিনি বলেন, মনে হচ্ছে যেন কবি আজই এটি লিখেছে, কবির এই রচনার প্রতি যদি আমরা মনােযােগ দেই তাহলে জাতীয় জীবনের উন্নয়ন হবে।
জনাব তাজউদ্দিন আহমদ তার বক্তৃতায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে আলােকপাত করেন। তিনি বলেন, দেশ ত্যাগ করে ট্রেনিং নিয়ে যারা যুদ্ধ করেছে, যারা অধিকৃত এলাকায় থেকে ট্রেনিং নিয়ে ঝাপিয়ে পড়েছে সংগ্রামে এবং অধিকৃত এলাকার যে কোটি কোটি বাঙ্গালি সাহায্য ও সহযােগিতার মাধ্যমে প্রত্যক্ষ ও পরােক্ষভাবে সংগ্রাম করেছে তারা সবাই মুক্তিযােদ্ধা। অধিকৃত এলাকার জনগণের কাছ থেকে মুজিবনগরে অবস্থানকালে বাংলাদেশ সরকার যে সাহায্য সহযােগিতা পেয়েছেন জনাব তাজউদ্দিন আহমদ তার কয়েকটি দৃষ্টান্ত দেন। এক পর্যায়ে তিনি বলেন যে, মিথ্যা বলবাে না, তবে দেশের সার্থে কিছু কিছু সত্য গােপন করতে হবে। তরুণদের প্রসঙ্গে তিনি বলেন যে, তরুণ সমাজকে পুরােপুরিভাবে কাজে লাগাতে আমরা ব্যর্থ হয়েছি। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সিআইএ প্রসঙ্গে তিনি বলেন, যারা সিআইয়ের লােক তারাও আজ সিআইএ, সিআইএ, বলে চীৎকার করেছে। এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কেউ যদি সিআইএয়ের অভিসন্ধির দোসর হিসাবে কাজ করার জন্যে তাদের খপ্পড়ে পড়ে থাকেন, তবে নিবৃত্ত হােন। আপনাদের কি করে শায়েস্তা করতে হয় তা বাংলার মানুষ জানে। বুদ্ধিজীবীদের নির্ভীকভাবে লেখনী ধারণ করার জন্যে মন্ত্রী আহ্বান জানান। দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতার পথে প্রতিবন্ধক হিসেবে আর যেন আগাছা জন্মাতে না পারে তার জন্যে তৎপর হতে বুদ্ধিজীবীদের প্রতি তিনি আবেদন জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি