ডিসেম্বর ১৭, ১৯৭২ রবিবার ও দৈনিক পূর্বদেশ
সমাজতন্ত্রের কারিগর সৃষ্টি করুন ঃ (স্টাফ রিপাের্টার)। সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এর কারিগর সৃষ্টি করতে হবে। শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে যারা নিয়ােজিত আছেন, তাদের দায়িত্ব হচ্ছে সমাজতন্ত্রের এই কারিগরদের গড়ে তােলা। গতকাল বিজয় দিবসের সন্ধ্যায় বাংলা একাডেমী আয়ােজিত অনুষ্ঠানের সভাপতি হিসাবে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন এই অভিমত ব্যক্ত করেন। অর্থমন্ত্রী বলেন স্বাধীনতা ছাড়া কোন জাতির অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতা সম্ভব নয়। স্বাধীন বাংলার মাটিতে এখন বাংলার সংস্কৃতিকে গড়ে তােলার সুযােগের সদ্ব্যবহার করতে হবে। জনাব তাজউদ্দিন অভিযােগ করেন যে, দেশের মানুষ যাতে সমাজতন্ত্রের প্রতি বিমুখ হয়ে উঠে, তার জন্য এক শ্রেণীর লােক সুকৌশলে দেশবাসীকে বিভ্রান্ত ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃংখলা সৃষ্টি করতে চাচ্ছে। তিনি বলেন, সমাজতন্ত্রের নামে সমাজতন্ত্রই প্রতিষ্ঠা করতে হবে। আমের চারা লাগিয়ে তা থেকে আমই আশা করতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশে যে ভারত বিরােধী অভিযান চালান হচ্ছে তা অত্যন্ত সুপরিকল্পিত। আমাদের বন্ধুদের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন করাই এর লক্ষ্য। তবে এর মােকাবিলা করতে গিযে ধমক বা হমকি দেওয়ার পরিবর্তে রাজনৈতিক অভিযান চালাতে হবে। তিনি বলেন, ভারত আমাদের দুর্দিনের বন্ধু, তার সঙ্গে আমাদের সম্পর্ক পারস্পরিক সার্বভৌমত্বের ভিত্তির উপর প্রতিষ্ঠিত।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি