You dont have javascript enabled! Please enable it!

ডিসেম্বর ৬, ১৯৭২ বুধবার ঃ দৈনিক পূর্বদেশ

সমাজতন্ত্রের জন্য মানসিকতার পরিবর্তন চাই ? স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ত্যাগ-তিতিক্ষার আদর্শকে সামনে রেখে জাতীয় পরিকল্পনার ভিত্তিতে দেশে সমাজতন্ত্রের বুনিয়াদ রচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে, স্বাধীনতা আন্দোলনের ত্যাগ-তিতিক্ষাকে জাতীয় জীবনে গুরুত্ব দেওয়া না হলে এবং সুষ্ঠু পরিকল্পনা নেয়া না হলে সমাজতন্ত্র প্রতিষ্ঠা কষ্টকর। তিনি বলেন যে, অপরিকল্পিতভাবে কখনাে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তিনি এ জন্য মানসিকতা পরিবর্তনের জন্যে সকলের প্রতি আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ জাতীয় সমবায় ইউনিয়নের উদ্যোগে হাউজিং ওয়ার্কসপ সেমিনারে গতকাল মঙ্গলবার সকালে উপরােক্ত মন্তব্য করেন। জনাব তাজউদ্দিন আহমদ দেশের বাসস্থান সমস্যাকে প্রকট বলে অভিহিত করে বলেন যে, খাদ্য সমস্যা বিদেশ থেকে আমদানি করে মেটননা যায়।

কিন্তু বাসস্থান সমস্যা আমদানি করে মেটানাে যায় না। সরকারের সহযােগিতায় সমবায় ইউনিয়ন বাসস্থান সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অর্থমন্ত্রী দেশের বাসস্থান সমস্যা পর্যালােচনার জন্য একটি পর্যালােচনা কমিটি” গঠনের পক্ষে অভিমত প্রকাশ করেন। তিনি বলেন যে, বাসস্থান সমস্যা সমাধানের ব্যাপারে বিভিন্ন জটিলতার পরীক্ষা-নিরীক্ষা করাই হবে এ কমিটির কাজ। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, ১৯৪০ সালে বৃটিশ শাসনামলে রচিত সমবায় আইন এখনাে কার্যকরি রয়েছে। অথচ তখনকার মানুষের চিন্তাধারা, আশাআকাংখা এবং আজকের মানুষের চিন্তাধারা ও আশা-আকাংখার মধ্যে বিরাট পার্থক্য সূচিত হয়ে গেছে। বর্তমান প্রয়ােজনীয়তার প্রেক্ষিতে এ আইন পরিবর্তনের পক্ষে তিনি স্বীয় মত ব্যক্ত করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!