You dont have javascript enabled! Please enable it! 1972.11.13 | দৈনিক পূর্বদেশ-পরমুখাপেক্ষিতা কাটিয়ে আত্ম-নির্ভর হতে হবে - সংগ্রামের নোটবুক

নভেম্বর ১৩, ১৯৭২ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ

পরমুখাপেক্ষিতা কাটিয়ে আত্ম-নির্ভর হতে হবে ঃ শ্রীপুর (ঢাকা), ১২ নভেম্বর (এনা)। অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন জাতি সবসময় বিদেশী সাহায্য ও ঋণের ওপর নির্ভর করতে পারে না। কারণ এতে জাতির নৈতিক বল হ্রাস পায়। আজ অপরাহ্নে এখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ৭৮তম শাখা উদ্বোধন করতে গিয়ে জনাব তাজউদ্দিন আহমদ দেশের কৃষি ও শিল্প ক্ষেত্রে উৎপাদন বাড়াবার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থার সুযােগ নিয়ে আমরা বৃহৎ শক্তির ক্রীড়নক হতে পারি না। দেশের সকল ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করে জাতিকে আত্মনির্ভরশীল হতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অর্থমন্ত্রী দেশের ছাত্র সমাজকে ভুয়া মুক্তিবাহিনী সম্পর্কে সতর্ক থাকার জন্য হুঁশিয়ার করে দেন। তিনি বলেন, এসব ভুয়া মুক্তিবাহিনী সমাজ বিরােধী কার্যকলাপে লিপ্ত থেকে প্রকৃত মুক্তিযােদ্ধাদের সুনাম ক্ষুন্ন করছে। অসৎ ব্যক্তিদের দমনে সরকারকে সহযােগিতা করার জন্য তিনি ছাত্রযুব সমাজের প্রতি আহ্বান জানান। জনাব তাজউদ্দিন বলেন, দেশের কৃষকদের অবস্থা পরিবর্তনের জন্য বঙ্গবন্ধুর সরকার সবরকম পন্থা উদ্ভাবনে বদ্ধপরিকর। তিনি বলেন, এখানে কৃষি উন্নয়ন ব্যাংকের একটি শাখা খােলার অর্থ হচ্ছে কৃষকরা তাদের দুরবস্থা পরিবর্তনে ঋণ গ্রহণের সুযােগ পাবে। জনাব তাজউদ্দিন উৎপাদন বৃদ্ধির ব্যাপারে ঋণের টাকা সদ্ব্যবহারের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। তাহলে ঋণ পরিশােধে বিশেষ অসুবিধায় পড়তে হবে না বলে তিনি উল্লেখ করেন। বাসস পরিবেশিত খবরে প্রকাশ, অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ শ্রীপুরে বলেন যে, কৃষকদের ঋণ গ্রহণ ও সঞ্চয়ের সুবিধার্থে সরকার প্রতি মহকুমায় একটি করে কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা খুলবেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি