নভেম্বর ২৪, ১৯৭২ শুক্রবার ঃ দৈনিক পূর্বদেশ
জনশক্তি সম্পদ সম্পর্কে পরিকল্পনা করা হচ্ছে ঃ রাঙ্গামাটি, ২৩ নভেম্বর (বাসস)। দেশের জনশক্তি সম্পদ সম্পর্কে পরিকল্পনা চলছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে একথা প্রকাশ করেন। স্থানীয় আর্ট কাউন্সিল ভবনে প্রাথমিক শিক্ষকদের এক সম্মেলনে বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন, পরিকল্পিত জনশক্তি ছাড়া কোন পরিকল্পিত অর্থনীতি হতে পারে না। তিনি আরও বলেন, অর্থনৈতিক তৎপরতার সকল ক্ষেত্রের প্রয়ােজন মেটানাের জন্য জনশক্তিকে যুক্তিসঙ্গতভাবে বন্টন করা হবে। জনশক্তি সম্পর্কে পরিকল্পনা রচনার সময় ডাক্তারইঞ্জিনিয়ার-শিক্ষাবিদ ও কৃষিজীবীদের সম্পর্কে দেশের চাহিদার ওপর লক্ষ্য রাখা হবে। তিনি বলেন যে, কমিশনের আসন্ন রিপাের্টে সাধারণভাবে দেশের দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতি দৃষ্টি রাখা হবে। ইত্যবসরে চাকুরি পুনর্গঠন কমিটিকে কর্মচারিদের বেতনের স্কেলের গ্রেড কমিয়ে ৫ থেকে ৭ এর মধ্যে সীমিত করতে বলা হয়েছে। তিনি বলেন, দেশে শিক্ষক ও শিক্ষাবিদদের আর্থিক অভাব-অনটন ও দুঃখ-কষ্ট থেকে মুক্তি দেয়া উচিত। তিনি বলেন, দেশের শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া উচিত যাতে তারা শিশুদের মানসিক গঠন বুঝে তদনুযায়ী শিক্ষা দানে সক্ষম হন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি