You dont have javascript enabled! Please enable it!

নভেম্বর ২১, ১৯৭২ মঙ্গলবার ঃ দৈনিক পূর্বদেশ

সমালােচনা গঠনমূলক হওয়া উচিত ঃ কক্সবাজার, ২০ নভেম্বর (বাসস)। গতকাল সকালে এখানে প্রাথমিক শিক্ষকদের এক সম্মেলনে অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গঠনমূলক সমালােচনার মাধ্যমে সরকারের অসাবধানতাবশতঃ দোষত্রুটি তুলে ধরার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুধু বিরােধিতার খাতিরে কোন দল অথবা ব্যক্তি বিশেষের সরকারকে সমালােচনা অথবা দোষারােপ করা উচিত নয়। জাতীয় স্বার্থকে উর্ধে রেখে যে কোন দল অথবা ব্যক্তি বিশেষের সমালােচনা গঠনমূলক হওয়া উচিত। জনাব তাজউদ্দিন বলেন, বর্তমানে বিরােধী দলের ভূমিকায় রাজনৈতিক দলগুলাে যারা জাতীয় নেতৃত্বের দাবি করছেন তারাও সমালােচনার উর্ধে নন।

নিজেদের দায়িত্ব পালনে অক্ষম হলে তারাও জাতির কাছে দায়ী থাকবেন। প্রাথমিক শিক্ষকদের সমাজের সবচাইতে বেশি শ্রদ্ধার পাত্র হিসেবে বর্ণনা করে অর্থমন্ত্রী বলেন, এতদিন তারা অবহেলিত হয়েছেন, এখন তারা তাদের পূর্ণ মর্যাদা পাবেন। শুধু শিশুদের শিক্ষা না দিয়ে জনগণকে বিভিন্ন বিষয়ে উপদেশ দেয়ার জন্য তিনি শিক্ষকদের প্রতি আবেদন জানান। বাংলাদেশ-ভারত মৈত্রীর বিরােধীদের সমালােচনা করে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে ভারতের সাহায্য আমাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করা উচিত। তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু । বাংলাদেশ-ভারত মৈত্রীর বিরােধীদের তিনি পাকিস্তানী চর বলে অভিহিত করেন। তিনি বলেন, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিনিময়ে বাংলাদেশ কারাে বন্ধুত্ব কামনা করে না। স্বাধীনতা সংগ্রাম সমর্থনের জন্য জনাব তাজউদ্দিন সােভিয়েট ইউনিয়নের ভূয়সী প্রশংসা করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!