You dont have javascript enabled! Please enable it!

অক্টোবর ২৫, ১৯৭২ বুধবার ঃ দৈনিক পূর্ববেশ

ঐক্যবদ্ধভাবে দুর্বত্তদের কার্যকলাপ প্রতিরােধ করুন ঃ কাপাসিয়া, ২৩ অক্টোবর (বাসস)। আজ অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদে ঐক্যবদ্ধভাবে দুবৃত্তদের প্রতিরােধ করার জন্য ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ সমস্ত দুবৃত্তরা সংঘর্ষ ও সমাজ বিরােধী কার্যকলাপের মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ঢাকা থেকে ৩৫ মাইল দূরে এখানে এক সমাবেশে ভাষণ দানকালে মন্ত্রী বলেন যে, এক শ্রেণীর যুবকরা যাদের অনেকেই স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল, তারা আজ ডাকাতি, হাইজ্যাকিং এবং অন্যান্য অপরাধজনিত গণবিরােধী কাজে লিপ্ত হয়েছে। এ পর্যন্ত আটক সশস্ত্র অপরাধীদের অধিকাংশই ছাত্র এবং ভুয়া মুক্তিবাহিনীর লােক বলে দেখা গেছে। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, কিছু কিছু ব্যক্তি আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে এবং নির্দোষ জনসাধারণের মধ্যে সাম্প্রদায়িকতার মনােভাব সৃষ্টি করে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকারকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা করছে। মন্ত্রী সকল শ্রেণীর জনগণকে তাদের মধ্যেকার ছােট ছােট মতানৈক্য ভুলে যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!