অক্টোবর ১০, ১৯৭২ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা
চালু প্রকল্পগুলাের জন্য বিশ্বব্যাংক দশ কোটি ডলার ঋণ দিতে পারে ? আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় অনিশ্চয়তা দূর করার জন্য সক্রিয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আন্তর্জাতিক অর্থ তহবিলের বিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত আইএমএফ-এর বার্ষিক সভার এই কমিটি গঠন করা হয়। অর্থ ও পরিকল্পনা দফদুরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল সােমবার ঢাকায় এ কথা বলেন। বাসস-এর খবরে প্রকাশ, কমিটিতে বিশ্বের প্রায় সব অঞ্চল থেকেই প্রতিনিধি রয়েছে। কমিটিতে উন্নত দেশগুলাে থেকে ১০ জন প্রতিনিধি নেওয়া হয়েছে আর ভারত, সিংহল ও বাংলাদেশসহ উন্নয়শীল দেশগুলাে থেকে নেওয়া হয়েছে অপর ১০ প্রতিনিধি। মন্ত্রী গতকাল দেশে ফেরার পর ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলােচনা করছিলেন। তিনি লন্ডনে কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সম্মেলন ও ওয়াশিংটনে আইএমএফ-এর বার্ষিক সভায় চার সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদলের নেতৃত্ব করেন। এক প্রশ্নের জবাবে জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, এগারটি চালু প্রকল্পের জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে মােট ১০ কোটি ডলারের আইডিএ ঋণ দানের প্রস্তাব দেবে বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন যে, এগারটি প্রকল্পের মধ্যে দুইটি প্রকল্প সম্পর্কে বিশ্বব্যাংকের সাথে ব্যবস্থা ইতােমধ্যেই চুড়ান্ত করা হয়েছে। অপর দুইটি প্রকল্পের জন্য আইডিএর ঋণ দানের বিষয়টি শীঘ্রই চুড়ান্ত করা হবে। বাকি সাতটি প্রকল্পের ব্যাপারে আলােচনা অব্যাহত রয়েছে।
জনাব তাজউদ্দিন বলেন যে, সম্মেলনে তারা বাংলাদেশের বক্তব্য তুলে ধরেন। তারা ছােট ছােট দেশের সমস্যাবলী, বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক ও আন্তর্জাতিক অর্থ মান সম্পর্কেও আলােচনা করেন। নয়াদিল্লী থেকে বাসস এর খবরে প্রকাশ, বিশ্বব্যাংকের সাথে পাকিস্তানের যে সব বকেয়া দায় দেনা রয়েছে, সে সম্পর্কে বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে কোন প্রশ্ন উত্থাপন করেনি। বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল এখানে একথা বলেন। বাংলাদেশের অভ্যুদয়ের পর পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তান বিশ্বব্যাংকের প্রতি ঋণ পরিশােধের বিষয়টি পুনর্বিবেচনার অনুরােধ জানিয়েছে, এই মর্মে এক খবর সম্পর্কে জনাব আহমদকে মন্তব্য করতে বলা হয়। তিনি বলেন যে, ঋণ পরিশােধের মত বিষয়গুলাে সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপনের আগে পাকিস্তানকে বাংলাদেশের সাথে বেশ কয়েকটি ব্যাপারে সমাঝােতায় আসতে হবে। তিনি বলেন যে, বিশ্বব্যাংকও এ সম্পর্কে সচেতন। তবে তিনি জানান যে, পাকিস্তান সরকার বাংলাদেশে অবস্থিত যে সব চালু প্রকল্পের জন্য অর্থ সাহায্যের ব্যাপারে বিশ্ব ব্যাংকের সাথে চুক্তি সম্পাদন করেছিল, সে সম্পর্কে ব্যবস্থাদি পুনর্বিবেচনার জন্যে পাকিস্তান বিশ্ব ব্যাংকের প্রতি অনুরােধ জানিয়েছে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি