You dont have javascript enabled! Please enable it!

সেপ্টেম্বর ২৫, ১৯৭২ সােমবার ঃ দৈনিক বাংলা

কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলনে তাজউদ্দিন; উন্নয়নশীল দেশের স্বার্থরক্ষার ওপর গুরুত্ব দিতে হবে ? লন্ডন, ২৪ সেপ্টেম্বর (বাসস)। বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বৃহস্পতিবার এখানে বলেন যে, আগামী বছর বৃটেন ইউরােপীয় সাধারণ বাজারের অন্তর্ভূক্ত হলে কমনওয়েলথের উন্নয়নগামী দেশগুলির বাণিজ্য ও আর্থিক স্বার্থরক্ষার প্রয়ােজনীয়তার ওপর গুরুত্ব আরােপ করতে হবে। তিনি এখানে কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তৃতাকালে এ কথা বলেন। ভাসমান পাউন্ড স্টার্লিং ও বর্তমান অর্থ সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সমস্যাবলীর কথা তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সে সকল দেশের অর্থ ব্যবস্থা স্টার্লিংয়ের সঙ্গে সম্পর্কিত এবং যে সব দেশ পাউন্ড স্টার্লিংকে গচ্ছিত মুদ্রা বা রিজার্ভ কারেন্সি হিসাবে ব্যবহার করে থাকে তাদের স্বার্থ পুরােপুরি রক্ষা করতে হবে। সেপ্টেম্বর ২৫, ১৯৭২ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক জনগণকে নিজের পায়ে দাঁড়াইতে হইবে। লন্ডন, ২৪ সেপ্টেম্বর। লন্ডনে জনাব তাজউদ্দিন আহমদ কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করেন। কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলন শেষে জনাব তাজউদ্দিন এনা প্রতিনিধিকে বলেন যে, বাংলাদেশের জনগণকে নিজের পায়ে দাঁড়াইতে হইবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!