সেপ্টেম্বর ২৫, ১৯৭২ সােমবার ও দৈনিক পূর্বদেশ
বাংলাদেশের পুনর্গঠনে এগিয়ে আসুন ও লন্ডন, ২৪ সেপ্টেম্বর (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গত শুক্রবার এখানে বলেন যে, যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠিত করার জন্য তার দেশ কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এই নবজাত রাষ্ট্রের অর্থনৈতিক জীবন পুনর্গঠনে বিশ্বের বন্ধুভাবাপন্ন দেশগুলাে সাহায্য ও সহযােগিতা নিয়ে এগিয়ে আসবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন। একটি নির্বাচিত সুধীমন্ডলীর, সম্মুখে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ভাষণ দিচ্ছিলেন। এই সুধীমন্ডলীর মধ্যে ছিলেন বৃটিশ পার্লামেন্টের সদস্য এবং অন্যান্য নামী ব্যক্তিরা। দেশ স্বাধীন হবার পর থেকে যে সব বন্ধুভাবাপন্ন রাষ্ট্র বাংলাদেশকে সাহায্য ও সহযােগিতা দিয়েছে অর্থমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। পাকিস্তানের দখলদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের সময় যুক্তরাজ্য বাংলাদেশের জন্য যে কাজ করেছে সে জন্য অর্থমন্ত্রী বিশেষ করে যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি