সেপ্টেম্বর ২১, ১৯৭২ বুধবার ঃ দৈনিক ইত্তেফাক
তুলনামূলকভাবে বাংলাদেশ অধিক অগ্রগতি লাভ করিয়াছেঃ লন্ডন, ১৯ সেপ্টেম্বর। বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত মূল্যায়ন করিতে হইলে অনুরূপ অবস্থায় যুদ্ধ বিধ্বস্ত কোন দেশের সাথে তাহার তুলনা করিতে হইবে। লন্ডনের একটি হােটেলে আজ বিবিসি পূর্বাঞ্চলীয় সার্ভিসের সাথে এক সাক্ষাঙ্কারে বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন যে, যুদ্ধ পরবর্তী ইউরােপের পরিস্থিতি বিবেচনা করিলে সেই তুলনায় সীমিত সম্পদ, অত্যল্প সময় ও যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের নিকট হইতে যাহা আশা করা যাইতে পারে বাংলাদেশ তাহার চেয়ে অনেক বেশি অগ্রগতি লাভ করিয়াছে। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, পাকিস্তানী বাহিনীর দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত যানবাহন ও যােগাযােগ ব্যবস্থা ইতােমধ্যেই বহুলাংশে মেরামত শুরু হইয়াছে। রেলওয়ে যােগাযােগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হইয়াছে। পাকিস্তানী বাহিনী পশ্চাদপসারণকালে যে তিনটি বৃহৎ সেতু ধ্বংস করিয়াছিল, তাহার মধ্যে তিস্তা সেতু ইতােমধ্যে মেরামত করা হইয়াছে এবং পদ্মার ওপর হার্ডিঞ্জ সেতুটির মেরামত কাজও এই মাসের শেষের দিকে সম্পন্ন হইবে। তাজউদ্দিন কর্তৃক লন্ডনে জনতা ব্যাংকের শাখা উদ্বোধন : লন্ডন, ১৯ সেপ্টেম্বর।
বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে বলেন, বাংলাদেশের জনগণ এ সম্পর্কে সচেতন যে, সরকারের উপর একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের গুরুদায়িত্ব অর্পিত রহিয়াছে। জনগণের এই উপলব্ধিই সরকারকে দেশের অর্থনৈতিক জীবনকে পুনর্গঠনের কাজে শক্তি এবং সাহস যােগাইতেছে। যুক্তরাজ্যে জনতা ব্যাংকের শাখা উদ্বোধন উপলক্ষে অর্থমন্ত্রী বাংলাদেশ সরকারের সমালােচনাকারীদের উদ্দেশ্য করিয়া দ্বিতীয় মহাযুদ্ধের পরে বৃটেন ও অন্যান্য দেশের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশকে তুলনা করিয়া দেখিতে বলেন। তিনি স্মরণ করাইয়া দেন যে, খাদ্যাভাবের জন্য বৃটেনের জনগণ মাথাপ্রতি এক পক্ষকালের মধ্যে একটির বেশি ডিম ক্রয় করিতে পারিত না। দেশের অভ্যন্তরে এবং বাহিরে এক শ্রেণীর পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের উল্লেখ করিয়া তিনি বলেন, এই ধরনের দায়িত্বহীন সংবাদ বাংলাদেশ সরকারের পক্ষে জাতি গঠনের কাজে মােটেই সহায়ক নয়। (বাসস)।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি