সেপ্টেম্বর ৬, ১৯৭২ বুধবার ঃ দৈনিক ইত্তেফাক
লেখাপড়ার সাথে সাথে ছাত্রদের নৈতিক চরিত্র গঠন করিতে হইবে ? ধামরাই, ৪ সেপ্টেম্বর। সম্প্রতি অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ধামরাই মহাবিদ্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, লেখাপড়ার সাথে সাথে ছাত্রদের নৈতিক চরিত্র গঠন করিতে হইবে। তিনি বলেন, বর্তমান তরুণ সমাজের নিকট দেশ অনেক কিছু আশা করে। মন্ত্রী মহােদয় বলেন, বর্তমানে দেশের অভ্যন্তরে এক শ্রেণীর সমাজ বিরােধী লােক পণ্য দ্রব্যের কালােবাজারি ও দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করিতেছে। তিনি ইহাদের দমন করিবার জন্য তরুণদের প্রকৃত ভূমিকা পালনের আহ্বান জানান। জনাব তাজউদ্দিন সভায় দেশী-বিদেশী সমস্ত প্রকার চক্রান্তকে নস্যাৎ করিয়া দেশ গঠনের কাজে ছাত্র-ছাত্রীদের আত্ম-নিয়ােগের আহ্বান জানান। উক্ত ছাত্র সভায় মন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে চীনের ভেটোতে শুধু বিস্মিত নয় দুঃখিত হইয়াছেন বলিয়া উল্লেখ করেন। মন্ত্রী মহােদয় কলেজের জন্য সরকারের সম্ভাব্য সবরকমের সাহায্যের আশ্বাস প্রদান করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি