You dont have javascript enabled! Please enable it!

সেপ্টেম্বর ২, ১৯৭২ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ

দাবি আদায়ে চরমপন্থা নেবেন না : ফরিদপুর, ৩১ আগস্ট (বাসস)। যে সব অসুবিধার ভেতর দিয়ে আওয়ামী লীগ সরকার স্বাধীনতার-উত্তর অসংখ্য সমস্যা সমাধানে সচেষ্ট হয়েছেন অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ তা ব্যাখ্যা করেন এবং দাবি আদায়ের নামে ধর্মঘট ও ঘেরাওয়ের মত চরম পন্থা অবলম্বন না করার জন্য শিক্ষক-শ্রমিক এবং সরকারী কর্মচারিসহ সকল স্তরের জনগণের কাছে এক উদাত্ত আহ্বান জানান। জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দানকালে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এই আবেদন জানান। তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বরাবরই অবিচার, নির্যাতন এবং শােষণের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। আওয়ামী লীগ জনগণের দাবি-দাওয়া এবং অভিযােগ সকল সময় তুলে ধরেছে। সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, জনগণ যে চূড়ান্ত দুঃখ-কষ্ট এবং অসুবিধার ভিতর দিয়ে দিন গুজরাচ্ছেন বঙ্গবন্ধুর সরকার সে সম্পর্কে সম্পূর্ণ সজাগ রয়েছেন। অর্থমন্ত্রী আরও বলেন, “এটা একটা সাময়িক ব্যাপার।

আল্লাহতায়ালার ইচ্ছায় শীঘ্রই আমরা বর্তমান অসুবিধাদি উৎরে উঠব”। সােনার বাংলা গড়ার জন্য সকল শ্রেণীর জনগণের কাছে অর্থমন্ত্রী সর্বাত্মক সহযােগিতা কামনা করেন। আমাদের কষ্টার্জিত স্বাধীনতার বিরুদ্ধে যারা সমাজে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে জনাব তাজউদ্দিন আহমদ তাদের বিরুদ্ধে সতর্ক বাণী উচ্চারণ করেন। শিক্ষকদের বহুবিধ দাবি দাওয়া ও অভাব অভিযােগের উল্লেখ করে জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, বাংলাদেশের শিক্ষকরাও দখলদার পাকিস্তানী শাসকদের অবহেলা ও শশাষণের শিকার হয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তার সীমিত সম্পদের মাধ্যমে শিক্ষকদের যুক্তিসঙ্গত দাবিগুলি পূরণ করতে চেষ্টা করবেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!