২৮ অক্টোবর ১৯৭১ঃ অতিরিক্ত কর সম্পর্কে ভারতের অর্থমন্ত্রী ওয়াই বি চেবন
ভারতের অর্থমন্ত্রী ওয়াই বি চেবন দিল্লী প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্যাহ্ন ভোজে বলেছেন জনগন সবই অনুধাবন করছেন সরকার কেন রেল ভাড়া বৃদ্ধি, ডাক মাশুল, অতিরিক্ত কর ও শুল্ক আরোপ করেছেন। সরকারের এখন অতিরিক্ত ৫০০ কোটি টাকা প্রয়োজন। তবে এ বৃদ্ধি থেকে তাদের আসবে মাত্র সত্তর কোটি টাকা। বাইরে থেকে যে সাহায্য পাওয়া যাচ্ছে তা খুবই অপ্রতুল। এত বড় চাপের মধ্যেও তার দেশের উন্নয়ন পরিকল্পনা থেমে থাকবে না। এ বৃদ্ধিতে দ্রব্য মূল্য বৃদ্ধিতে প্রভাব বিস্তার করবে না। শরণার্থীরা ফিরে গেলেই সব অতিরিক্ত বৃদ্ধি প্রত্যাহার করে নেয়া হবে। সরকার আশা করছে ডিসেম্বরের মধ্যেই তারা ফিরে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত সব সময় যুদ্ধের বিপক্ষে তবে তা চাপিয়ে দেয়া হলে ভারত তা মোকাবেলা করবে।