২৮ অক্টোবর ১৯৭১ঃ কুমিল্লা ও নোয়াখালীতে গভর্নর এ এম মালিক
গভর্নর এ এম মালিক কুমিল্লায় রাজাকারদের এক সভায় বলেন দেশকে ভালবাসা, জনগনের সেবা ও সংহতি রক্ষা করার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে কুমিল্লার ক্ষতিগ্রস্ত এলাকা এবং ক্ষতিগ্রস্তদের স্বচক্ষে দেখতে তিনি বিমান যোগে কুমিল্লা আসেন। তিনি রাজাকারদের কাজের প্রশংসা করেন এবং সীমান্ত হামলা প্রতিরোধে ও অভ্যন্তরীণ নাশকতা কাজে লিপ্ত ব্যক্তিদের নিশ্চিহ্ন করার জন্য তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন ভারতীয় মিথ্যা প্রচার ও ওয়াদায় বিভ্রান্ত ব্যক্তিরা এতদিনে নিশ্চয় তাদের ভুল বুজতে পেরেছে। পরে গভর্নর শান্তিকমিটির সদস্যদের সমাবেশে বলেন কতিপয় জননেতার দায়িত্বহীন কার্যকলাপের ফলে দেশের উপর দুর্যোগ নেমে এসেছে। এখন জনগনের আন্তরিক ও নিঃস্বার্থ সেবাই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। তিনি বলেন নিরীহ লোক বা মুসলমান দ্বারা মুসলমান হত্যা খুবই নিন্দনীয় কাজ। পরে তিনি কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের খোজ খবর নেন। এর পর তিনি মাইজদি যান এবং সেখানে শান্তি কমিটির নেতাদের সাথে বৈঠককালে নিঃশঙ্ক চিত্তে উদ্বাস্তুদের ফিরে আসার আহবান জানান।