৩০ সেপ্টেম্বর ১৯৭১ঃ ভারত সোভিয়েত যুক্ত ইস্তেহার
ক্রেমলিন ভারত মহাসাগরীয় এলাকাকে শান্তির এলাকা পরিনত করার প্রস্তাব সমর্থন করে এবং এই লক্ষে অন্যান্য বৃহৎ শক্তির সহিত অংশ নিতে প্রস্তুত আছে। ভারতের এই প্রস্তাব বিগত লুসাকা জোট নিরপেক্ষ সম্মেলনে সমর্থিত হইয়াছিল। যুক্ত ইস্তাহারে বলা হয় উভয় দেশ পারস্পরিক সংযোগ রক্ষায় এবং উপমহাদেশের পরিস্থিতি সম্পর্কে মতামত অব্যাহত রাখিতে প্রচেষ্টা অব্যাহত রাখিতে সম্মত হইয়াছে। ক্রেমলিন ভারত সরকা্রের ব্রেজনেভ এবং কোসিগিনের ভারত সফরের আমন্ত্রন গ্রহন করিয়াছেন।