You dont have javascript enabled! Please enable it!

আগস্ট ১৭, ১৯৭২ বৃহস্পতিবার ঃ দৈনিক পূর্বদেশ

গণতন্ত্রের পথ ধরে সমাজতন্ত্রে উত্তরণই শ্রেষ্ঠ পন্থা : টঙ্গি, ১৬ আগস্ট (বাসস)। শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য শীগগিরই ওয়েজ বাের্ড গঠন করা হবে বলে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে বলেন। তিনি আরও বলেন যে, অচিরেই পে-কমিশন রিপাের্ট পেশ করা হবে। আজ বিকেলে টঙ্গি মহাবিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভায় মন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, বেতনের অধিহার ও উনহারের মধ্যবর্তী ব্যবধান কমিয়ে নিম্নতম পর্যায়ে নিয়ে আসতে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। বর্তমানে যে ব্যবধান আছে প্রয়ােজনে তা আরাে কমানাে হবে বলে তিনি বলেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দাবি পেশ করতে মন্ত্রী শ্রমিকদের আহ্বান জানান। তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে উৎপাদন বাড়ানাের বিষয় বর্তমান সময়ের দাবি। উৎপাদনের সাথে তাল না মিলিয়ে শুধু বেতন ও মজুরি বাড়ালে কিছুই লাভ হবে না। তিনি বলেন, খরিদ করার মত দ্রব্যাদি বাজারে থাকতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনকারী দ্রব্যের উৎপাদনও যাতে সমপর্যায়ে চলে সে দিকে নজর দেয়ার জন্য অর্থমন্ত্রী শ্রমিকদের উপদেশ দেন।

তিনি বলেন, কৃষিজীবীরা আজ পাওয়ার পাম্প, ডিজেল, বীজ ও সামান্য ঋণ চায়’। তিনি বলেন, তারা অধিকহারে উৎপাদন করার জন্য অধিক পরিশ্রমের সুযােগ চায়। এনা জানাচ্ছে, গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উত্তরণ সম্ভব কিনা এ বিতর্কের ওপর মন্তব্য করতে গিয়ে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, “সমাজতন্ত্রে উত্তরণের সুনির্দিষ্ট পথ গণতন্ত্রে নিহিত আছে। যারা এটা অস্বীকার করেন তার উনবিংশ শতাব্দীর পুঁজিবাদী গণতন্ত্রের ধারণা পােষণ করছেন। তিনি বলেন যে, সরকারের অভ্যন্তরের ও বাইরের লােকের ধ্যান-ধারণার পরিবর্তন সাধিত হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমানে বহু এশিয় ও ইউরােপীয় রাষ্ট্র প্রমাণ করেছে যে, গণতান্ত্রিক উপায়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা রক্তক্ষয়ের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেয়ে অধিকতর সহজ”। তিনি বলেন, “গণতন্ত্র রাষ্ট্রীয় নীতি হিসেবে ঘােষিত ও গৃহীত হয়েছে, কেবলমাত্র এ জন্যই আমরা এটাকে গ্রহণ করবাে না”।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!