You dont have javascript enabled! Please enable it!

আগস্ট ১৪, ১৯৭২ রবিবার ঃ দৈনিক পূর্বদেশ

আমরা খাটি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই : জয়দেবপুর, ১২ আগস্ট (বাসস)। অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ পুনরায় নিম্নতম পর্যায়ে হলেও জাতীয় ঐক্য গড়ে তােলার আহ্বান জানান। মন্ত্রী গতকাল ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। জনাব তাজউদ্দিন প্রশ্ন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও ন্যাপ (মােজাফফর) যখন রাষ্ট্রীয় নীতির চারটি প্রধান স্তম্ভকে মেনে নিয়েছে তখন অন্যরা কেন তা গ্রহণ করতে পারবে না। অর্থমন্ত্রী অবশ্য সুস্পষ্ট করে বলেন, চার স্তম্ভ পাশাপাশিই থাকবে। একটি অপরটির ওপর প্রধান্য বিস্তার করবে না । জনাব তাজউদ্দিন উল্লেখ করেন যে, সমাজতন্ত্র কখনাে স্বর্গ হতে নিক্ষিপ্ত হয় না। সংশ্লিষ্ট দেশের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতেই তা বিবেচনা করা হয়। পারস্পরিক সমঝােতামূলক মনােভাব গড়ে তােলার জন্য মন্ত্রী ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। পরম সহিষ্ণুতা আজকের ছাত্র সমাজের সব থেকে বেশি প্রয়ােজন।

তিনি বলেন, সুশৃংখলভাবে চরিত্র গঠন করে ছাত্রদের দেশের দায়িত্বশীল নাগরিক হতে হবে। আদর্শগতভাবে অপরের মতামত অস্বীকার করার পূর্ণ অধিকার সকলেরই আছে। কিন্তু যদি সে মতানৈক্য খুঁটিনাটি বা ব্যক্তিত্বের ঠেলাঠেলিভিত্তিক হয় তবে তা আপােসে মীমাংসা করা যায় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরাে বলেন, যদি আলােচনার মাধ্যমে কোন ফল না পাওয়া যায় তবে সংখ্যাগুরুর ইচ্ছানুযায়ী তা ঠিক হতে পারে। জনাব তাজউদ্দিন ছাত্রদের যথাসাধ্য অধ্যয়নে মনােনিবেশ করে পিতা-মাতার উপযুক্ত সন্তান হওয়ার উপদেশ দেন। তিনি বলেন, সরকার গণমুখী শিক্ষা প্রবর্তনে বদ্ধপরিকর। ইহার ফলে প্রত্যেকেই সমাজের একজন সক্রিয় কর্মী হয়ে উঠবে। দেশে কৃষক-শ্রমিকরাজ কায়েমের ইহা একটি পূর্বশর্ত বলে তিনি মন্তব্য করেন। শিল্প-কারখানা রাষ্ট্রয়াত্তকরণের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রাষ্ট্রয়াত্তকরণের অর্থ এই নয় যে, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার মালিক শ্রমিকরা। কারণ পুরাে জনসংখ্যার শতকরা একভাগ হচ্ছে শ্রমিক। তিনি বলেন, বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ হচ্ছে সংশ্লিষ্ট শিল্প কারখানার মালিক।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!