আগস্ট ৭, ১৯৭২ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক
বর্তমান শিক্ষা পদ্ধতি সম্পূর্ণ পাল্টাইতে হইবেঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, দেশে সত্যিকার অর্থনৈতিক সমাজতন্ত্র কায়েম করিতে হইলে দেশের বর্তমান শিক্ষা-পদ্ধতি সম্পূর্ণ পাল্টাইতে হইবে। তিনি আরও বলেন, ইহার ফলে মানুষ তাহার জীবনের স্বাদ ফিরিয়া পাইবে। জনাব তাজউদ্দিন গত শনিবার শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানের ভাষণে উপরােক্ত মন্তব্য করেন। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে এ দেশের শিক্ষাঙ্গনে যাহা শিখান হইতেছে, তাহা একটি নতুন দেশের মূল সমস্যার বহির্ভূত। তিনি শিক্ষাবিদদের দেশের সত্যিকারের সমস্যা ও শিক্ষার কথা ভাবিয়া সমস্যার সমাধানকল্পে সকলকে আগাইয়া আসার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, একটি নতুন দেশে সমাজতান্ত্রিক সমাজ গঠন করিতে হইলে প্রত্যেকটি মানুষের সহযােগিতা অত্যন্ত প্রয়ােজন এবং সহযােগিতা ছাড়া সমাজতন্ত্রের লক্ষ্যে পৌঁছান কখনও সম্ভব হইবে না। বঙ্গবন্ধুর চার নীতির উপরেই বাংলাদেশ সরকারের নীতি ও কার্যপ্রণালী প্রতিষ্ঠিত হইবে বলিয়া তিনি উল্লেখ করেন। মন্ত্রী মহােদয় দেশের কিছু কিছু “ফ্রি স্টাইল” গণতন্ত্র উপভােগকারীদের হুঁশিয়ার করিয়া বলেন, তাহাদের দিন শেষ হইয়া গিয়াছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মন্ত্রী মহােদয় উদ্বেগ প্রকাশ করিয়া বলেন, স্বাধীনতাউত্তরকালে সাময়িকভাবে এই অবস্থা দেখা দিলেও ইহা চলিতে দেওয়া হইবে না। তিনি জনগণকে এই ব্যাপারে সরকারের সহিত সহযােগিতা করিবার জন্য আগাইয়া আসার আহ্বান জানান এনা।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি