You dont have javascript enabled! Please enable it! 1972.07.21 | দৈনিক বাংলা-অটো প্রমােশন দাবির তীব্র নিন্দা; সমাজতন্ত্রের সংক্ষিপ্ত কোন পথ নেই - সংগ্রামের নোটবুক

জুলাই ২১, ১৯৭২ শুক্রবার ঃ দৈনিক বাংলা

অটো প্রমােশন দাবির তীব্র নিন্দা; সমাজতন্ত্রের সংক্ষিপ্ত কোন পথ নেই । বিশ্ববিদ্যালয় রিপাের্টার। বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ কিছুসংখ্যক ছাত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অটো প্রমােশন দাবির তীব্র নিন্দা করেছেন। যুদ্ধোত্তরকালে অনুষ্ঠিত পরীক্ষাসমূহে ছাত্রদের ব্যাপক অসদুপায় অবলম্বন প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন বাংলাদেশের ছাত্র। সমাজের এতটা নৈতিক অবনতি কি করে সম্ভব হল ? মন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে সলিমুল্লাহ হল ছাত্র সংসদের অধিষ্ঠান উৎসবে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। উৎসবে সভাপতিত্ব করেন হলের সিনিয়র আবাসিক অধ্যাপক ড. এম. মাহমুদ।

মন্ত্রী বলেন, নকল করে যারা পরীক্ষায় পাশ করে তাদের দ্বারা আর যাই হােক দেশের জনগণের কল্যাণ আসতে পারে না, সমাজতন্ত্র কায়েম তাে দূরের কথা। তিনি বলেন, শিক্ষা গ্রহণ করে যদি আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে না পারি সে শিক্ষার কোন মূল্য নাই। গরীব অভিভাবক ও জাতির যথেষ্ট অর্থ অপচয়ের পর যদি পরীক্ষা না দিয়ে ছাত্ররা ডিগ্রী নিতে চায় তবে তাদের অর্থ অপচয়ের যুক্তিসঙ্গত কারণ নেই। তিনি দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথাও উল্লেখ করেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে তিনি বলেন যে, বর্তমান ধনতন্ত্রের যন্ত্র দিয়ে সমাজতন্ত্র কায়েম করা যাবে না। তিনি বলেন, আমি নির্ভেজাল সমাজতন্ত্রে বিশ্বাসী। সমাজতন্ত্র শব্দের পূর্বে কোন বিশেষণের প্রয়ােজন হয় না। সমাজতন্ত্র শব্দটি স্বয়ংসম্পূর্ণ। সমাজতন্ত্র প্রতিষ্ঠার কোন সংক্ষিপ্ত পথ নেই। এনা পরিবেশিত খবরে প্রকাশ, অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব । তাজউদ্দিন আহমদ যুব সমাজের প্রতি মেহনতি মানুষের আশা আকাংখা পূরণে । সক্ষম একটি সমাজ গঠনে আত্মনিয়ােগ করার আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, মানুষ যাতে তাদের মত ব্যক্ত করতে পারে, সে জন্য রাষ্ট্র যন্ত্র হবে। | গণতান্ত্রিক। কিন্তু অর্থনৈতিক কাঠামােকে অবশ্যই হতে হবে সমাজতান্ত্রিক। তাজউদ্দিন আহমদ বলেন, চাষাবাদের জমিসহ সকল উৎপাদন যন্ত্রের মালিকানা রাষ্ট্রের হাতে থাকতে হবে, অন্যথায় জনসাধারণের মধ্যে ধনের সমবন্টন সম্ভব না।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি