You dont have javascript enabled! Please enable it!

জুলাই ১৫, ১৯৭২ শনিবার : দৈনিক ইত্তেফাক

ব্যবসায়ে সততার পরিচয় দিনঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ব্যবসা ক্ষেত্রে সেবা ও সততার পরিচয় দানের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাইয়াছেন। গত মঙ্গলবার বনানীতে একটি পেট্রোল পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিতেছিলেন। মন্ত্রী ব্যবসায়ীগণকে অসাধু পন্থা অবলম্বন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন পরিস্থিতির। সুযােগ গ্রহণ না করার জন্য উপদেশ দেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!