You dont have javascript enabled! Please enable it!

জুলাই ৯, ১৯৭২ রবিবার ঃ দৈনিক পূর্বদেশ

বঙ্গবন্ধু অনতিবিলম্বে জাতীয় বেতন কমিশন গঠন করবেন ও কিশােরগঞ্জ, ৮ জুলাই (বাসস)। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব শীঘ্রই একটি জাতীয় বেতন কমিশন গঠনের কথা ঘােষণা করবেন। এই কমিশন দেশে একটি যুক্তিসম্মত বেতন কাঠামাের প্রবর্তন করবেন। কিশােরগঞ্জের স্থানীয় স্টেডিয়াম ময়দানে এক বিরাট জনসভায় ভাষণ প্রসঙ্গে অর্থ এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু অসুস্থ বিধায় বেতন কমিশন ঘােষণার বিষয়টি বিলম্বিত হয়েছে। জনাব তাজউদ্দিন বলেন, দেশের বিভিন্ন সংস্থার চাকুরির ক্ষেত্রে বেতন স্তর বর্তমানে ১৩৬টি গ্রেডে রয়েছে। এই সমস্ত গ্রেডের মধ্যে ব্যবধান অত্যন্ত বেশি। এই ব্যবধান সংকুচিত করা হবে বলে অর্থমন্ত্রী জানান। ভাষণে অর্থমন্ত্রী বলেন, বিপুল ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সার্বিক উন্নয়নে সর্বতােভাবে আত্ম-নিয়ােগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মন্ত্রী তার ভাষণে বঙ্গবন্ধুর ঘােষিত চারটি আদর্শে বিশ্বাসী জনগণকে দেশ গঠনে ব্রতী হওয়ার আহ্বান জানান। জনাব তাজউদ্দিন বলেন যে, কিছু কিছু লােক গণ-প্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা অভিযােগ এনে গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মূলে আঘাত করতে চাইছেন।

তিনি বলেন, একমাত্র সরকার, সরকারী কর্মকর্তা এবং লম্বা লম্বা বুলির দ্বারা সমাজতন্ত্র আসতে পারে না। নয়া রাষ্ট্রের আদর্শের প্রতি চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য মন্ত্রী জনগণের প্রতি আবেদন জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে, দেশে পুঁজিবাদের কোন স্থান নেই। যারা জমি কর্ষণ করেন তাদেরকে জমির মালিকানা দেওয়ার জন্য সরকার প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছেন বলে অর্থমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন। পাট এবং পাটজাত দ্রব্য থেকে আয় ঃ এখানে একটি নতুন পাট ক্রয় কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, সরকার চলতি সালে পাট এবং পাটজাত দ্রব্য রফতানি করে ৩০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেন, গত ছয় মাসে পাট এবং পাটজাত দ্রব্য থেকে ৯৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। জনাব তাজউদ্দিন বলেন, পাট দেশের জীবনীশক্তি এবং এর উৎপাদনকারীকে আর শােষিত হতে দেওয়া হবে না।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!