You dont have javascript enabled! Please enable it!

জুন ২৫, ১৯৭২ রবিবার ঃ দৈনিক বাংলা

সমবায় আন্দোলন সমাজতন্ত্রের বিরােধী নয়ঃ স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন, সমবায় আন্দোলন সমাজতন্ত্রের বিরােধী নয়। সমবায়ের মাধ্যমে আমাদের সীমিত সম্পদের সদ্ব্যবহার করে সমাজতন্ত্রে পৌছতে হবে বলে তিনি মন্তব্য করেন। গত শুক্রবার আন্তর্জাতিক সমবায় সংস্থা ও বাংলাদেশ সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়ােজিত সেমিনারে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশ স্বাধীন হবার পর আমাদের অর্থনৈতিক কাঠামাের পরিবর্তন হয়েছে। তাই আমাদের অর্থনৈতিক কাঠামােকে নতুনভাবে গড়তে হবে। কুটির শিল্প কি করে বড় শিল্পের সাথে প্রতিযােগিতা করে টিকতে পারে তার জন্যেও আজ চিন্তা ভাবনা করতে হবে এবং এর সমাধান খুঁজে বের করতে হবে। তাতী সমবায়ের ওপর গুরুত্ব আরােপ করে অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশের জন্যে বছরে প্রয়ােজন ৯০ কোটি গজ কাপড়ের। একমাত্র তাঁতীদের দিয়েই ৮২ কোটি গজ কাপড় তৈরি করা যেতে পারে। তবে তাঁতীদের মধ্যে হতে দালাল, মহাজন ও ফড়িয়াদের তাড়িয়ে দিতে হবে এবং সমবায়ের মাধ্যমে সুতা সরবরাহ করেই তাঁতীদের সমস্যার সমাধান করা যেতে পারে। এই সেমিনারে বাংলাদেশের ধান উৎপাদন সম্পর্কেও আলােচনা করা হয়। এতে দেশী ও বিদেশী বিশেষজ্ঞরা আলােচনা করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি