You dont have javascript enabled! Please enable it!

জুন ১৩, ১৯৭২ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা

খবরটি নিছক জল্পনা ; সাড়ে ৫০০ কোটি টাকা বার্ষিক উন্নয়ন প্রকল্পের কথা সম্পর্কে অর্থমন্ত্রী ও অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন, একটি বার্তা প্রতিষ্ঠান কর্তৃক (এনা নয়) নয়াদিল্লী থেকে পরিবেশিত এবং সােমবারের পত্রিকাগুলােতে প্রকাশিত সাড়ে ৫০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন পরিকল্পনার খবরটি ভিত্তিহীন। এনার খবরে এ কথা জানা গেছে। তিনি গতকাল রােববার নয়াদিল্লী থেকে ফিরে তার বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। আগামী অর্থ বছরের বাজেট পরিকল্পনা কমিশন ও অর্থ দফতর | এখনাে চূড়ান্ত করেনি। এমতাবস্থায় এ ধরনের একটি খবর পরিবেশন তাও আবার দিল্লী থেকে “বিভ্রান্তিকর ও দুভার্গ্যজনক”। অর্থমন্ত্রী দৃঢ়তার সাথে সুস্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশ সরকারের পরিকল্পনা ও নীতি ঢাকাতেই প্রণীত হয়। এ সম্পর্কে কোন রকম সংশয়ের অবকাশ নেই। তিনি আরাে বলেন যে, নয়াদিল্লীতে তিনি অথবা তার প্রতিনিধিদলের অন্য কেউ কোন সাংবাদিক সম্মেলন করেননি কিংবা কোন সাংবাদিককে সাক্ষাৎকার দেন নি। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ও ভারতীয় পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান যথাক্রমে ড. নুরুল ইসলাম ও ড. চক্রবর্তী সাংবাদিকদের সাথে কথা বলেছেন। কিন্তু তারা আগামী বছরের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার আকার ও চরিত্র সম্পর্কে কিছুই বলেননি। তাই সাড়ে পাঁচশত কোটির টাকার এই খবরটি নেহাতই কল্পনাপ্রসূত।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!